রিলায়েন্স জিও পোস্ট পেইড প্লান মার্কেটে বেশ জনপ্রিয়। বিগত চার মাস ধরে এই ধরনের প্ল্যান মার্কেটে কাজ করছে। এই ধরণের প্ল্যান শুরু হচ্ছে ৩৯৯ টাকা থেকে এবং ১,৪৯৯ টাকা পর্যন্ত এর দাম চলে। এছাড়াও জিওর একটি বেসিক পোস্টপেইড প্লান আছে যার দাম ১৯৯ টাকা।
তবে এই প্ল্যান এর সঙ্গে আপনারা কোন রকম ফ্রী OTT সাবস্ক্রিপশন পাবেন না। এছাড়াও কোন ফ্যামিলি অ্যাড অন এবং ডাটা রোলওভার ফেসিলিটি থাকছে না আপনার জন্য। অন্যদিকে, ১,৪৯৯ টাকার পোস্ট পেইড প্লান আপনাকে ভয়েস কলিং, বিনামূল্যে ইন্টারন্যাশনাল রোমিং, সহ আরো বেশ কিছু ডেটা বেনিফিট দিতে পারে। আপনাকে প্রতিমাসে ৩০০ জিবি অবধি ডেটা বেনিফিট অফার করা হয়। এছাড়া, রোল ওভারের পরিমাণ ৫০০ জিবি। বিভিন্ন OTT অ্যাপ্লিকেশন যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এর সাবস্ক্রিপশন আপনারা পাচ্ছেন। তবে এর সাথেও আপনারা বেশ কিছু শর্ত পাচ্ছেন যেগুলি আপনাকে পালন করতে হবে।
এর মধ্যে প্রধান শর্ত হল ১,৮০০ টাকার সিকিউরিটি ডিপোজিট। রিলায়েন্স জিও আপনার কাছ থেকে ১,৮০০ টাকার সিকিউরিটি ডিপোজিট চার্জ করবে যদি আপনি ১,৪৯৯ টাকার পোস্ট পেইড প্লান চালু করেন। যদিও জেনে রাখুন, এই সিকিউরিটি ডিপোজিট কিন্তু রিফান্ড করা যাবে। অর্থাৎ, আপনি যদি আপনার সমস্ত ধরনের বকেয়া টাকা জমা দিয়ে দেন তাহলে আপনি এই ১,৮০০ টাকা ফেরত পাবেন।
দ্বিতীয়ত, ১,৪৯৯ টাকার প্ল্যান রিচার্জ করালে আপনাকে ন্যূনতম একটি সাবস্ক্রিপশন পিরিওডের রিচার্জ করাতে হবে। রিলায়েন্স জিও জানিয়েছে, কোন গ্রাহক যদি এই পোস্টপেড প্লাস প্ল্যান গ্রহণ করেন, তাহলে কিন্তু ৬ মাসের জন্য ওই কাস্টমার নেটওয়ার্ক পাল্টাতে পারবে না অথবা অন্যকোন জিও পোস্টপেইড প্ল্যান গ্রহণ করতে পারবে না।