প্রিপেইড রিচার্জ প্ল্যানে একগুচ্ছ সুবিধা দিচ্ছে বর্তমানে ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। ভ্যালিডিটি থেকে শুরু করে ডাটা এবং কলিং লিমিট সবকিছুর হিসাব কষে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই সমস্ত প্রিপেড প্ল্যান। মুকেশ আম্বানির টেলিকম সংস্থা এমন ছয়টি রিচার্জ প্যাক অফার করছে যেখানে আপনারা প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাচ্ছেন। তার মধ্যে আবার দুটি এমন প্যাক রয়েছে যার মাধ্যমে ১ বছরের ভ্যালিডিটি আপনারা পাবেন। আসুন জেনে নেওয়া যাক সেই দুটি ইন্টারনেট প্ল্যান এর ব্যাপারে বিস্তারিত ভাবে।
Jio ২৩৯৯ টাকার প্ল্যান :
এই প্রিপেইড রিচার্জ প্যাকে ৩৬৫ দিনের জন্য আপনি প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাচ্ছেন। তবে আপনি কোন রকম অতিরিক্ত ডাটা উপভোগ করার সুযোগ পাবেন না এখানে। সব মিলিয়ে এই ২,৩৯৯ টাকার প্যাক ব্যবহার করলে আপনারা সর্বমোট ৭৩০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জানিয়ে রাখি ইন্টারনেট কোটা শেষ হয়ে গেলে স্পিড ৬৪ কেবিপিএস হয়ে যাবে।
এর সাথে পেয়ে যাবেন জিও নেটওয়ার্কে ফ্রি কলিং পরিষেবা এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২,০০০ মিনিট ফ্রি টক টাইম। এছাড়া প্রত্যেকদিন ১০০টি করে এসএমএস করার সুবিধা পাচ্ছেন আপনি। এছাড়াও সমস্ত জিও অ্যাপ্লিকেশনের বেনিফিট আপনাদের জন্য থাকছে।
Jio ২৫৯৯ টাকার প্ল্যান :
এই রিচার্জ প্ল্যান যদি রিচার্জ করেন তাহলে ৩৬৫ দিনের জন্য আপনারা পাবেন প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট। এছাড়াও আপনারা অতিরিক্ত ১০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তার সঙ্গেই আবার গ্রাহকদের জিও থেকে জিও নেটওয়ার্কে বিনামূল্যে কল এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২,০০০ মিনিট ফ্রি টক টাইম দেওয়া হয়।
আপনারা এই প্যাকেজে সর্বমোট ৭৪০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। যদি প্রত্যেক দিনের ইন্টারনেট কোটা শেষ হয়ে যায় তাহলে ইন্টারনেটের গতি কমে গিয়ে ৬৪ kbps হবে। পাশাপাশি, আপনারা প্রত্যেকদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ পাবেন। এছাড়াও সমস্ত জিও অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন আপনি বিনামূল্যে।