টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও আবারো তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দুটি নতুন প্ল্যান। এই প্লানে আপনারা Disney+Hotstar এর ভিআইপি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন এবং সাথেই পাবেন অনেক বেশি ডেটা বেনিফিট। ভারতী এয়ারটেলের ৪০১ টাকার প্ল্যানের সঙ্গে টক্কর দিতে ই রিলায়েন্স জিও নিয়ে এসেছে এই নতুন প্ল্যান।
জিও প্রিপেইড ব্যবহারকারীরা এই নতুন জিও ক্রিকেট প্ল্যানের মাধ্যমে যেকোনো ক্রিকেট ম্যাচ লাইভ দেখতে পাবেন। এছাড়াও, আপনারা পেয়ে যাবেন এক বছরের জন্য Disney+Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন মাত্র ৩৯৯ টাকায়। এছাড়াও জিও লঞ্চ করেছে আরও একটি নতুন প্ল্যান। এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে ফুল সিজন ক্রিকেট প্যাক। এখানে আপনারা প্রত্যেকদিন ১.৫ জিবি করে ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন এবং সঙ্গে পাবেন Disney+Hotstar এর এক বছরের ভিআইপি সাবস্ক্রিপশন। এই প্ল্যান ৫৬ দিনের জন্য বৈধ হবে এবং আপনারা সব আনলিমিটেড ক্রিকেটিং কভারেজ পেয়ে যাবেন এই প্ল্যানে।
তাছাড়াও জিও এনেছে আরো একটি প্ল্যান যেখানে ৭৭৭ টাকায় ৮৪ দিনের জন্য প্রত্যেকদিন ১.৫ জিবি করে ডেটা পেয়ে যাবেন। এছাড়াও জিও অতিরিক্ত ৫ জিবি ডেটা দিচ্ছে প্রত্যেক গ্রাহককে এই প্ল্যান রিচার্জ করলে। আপনারা অন্য নেটওয়ার্কে ফোন করার জন্য পেয়ে যাচ্ছেন ৩,০০০ মিনিট এবং প্রত্যেক দিন ১০০টি করে এসএমএস করার সুবিধা।
এই দুটি প্ল্যানের সঙ্গে আসছে Disney+Hotstar এর ১ বছরের ভিআইপি সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশন এ আপনারা হটস্টার স্পেশাল, সাম্প্রতিক বলিউড এবং সুপারহিরো মুভি বাড়ি বসে সবার আগে দেখতে পাবেন। তবে, আপনাকে এই ভিআইপি সাবস্ক্রিপশন ব্যবহার করতে গেলে, সেই সময়ের জন্য টানা রিলায়েন্স জিও নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। যদি আপনি অন্য নেটওয়ার্কে চলে যান তাহলে এই সাবস্ক্রিপশনের বেনিফিট আর আপনি পাবেন না।