ফোনে লাগবে না এবার থেকে কোনরকম সিম কার্ড। শুধুমাত্র এই সিম ডাউনলোড করলে আপনারা পরিষেবা ব্যবহার করতে পারবেন এবার থেকে। তবে সমস্ত স্মার্টফোনে যে এই পরিষেবা সাপোর্ট করবে তা কিন্তু নয়। যে সমস্ত স্মার্টফোন ই সিম সাপোর্ট করে, শুধুমাত্র সেই সমস্ত স্মার্টফোনে এই সুবিধা আপনারা পাবেন। তবে এই সমস্ত সিম কার্ড খুব একটা জনপ্রিয় নয়।ভারতে ক্রমবর্ধমান চাহিদা থাকার কারণে সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি এখন এই সমস্ত সিম প্রোডাকশন বাড়াচ্ছে।
যে ফোনে এই পরিষেবার সাপোর্ট করবে সেখানে আপনারা একমাত্র Jio কোম্পানির ই সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা জিও কোম্পানির ই সিম কার্ড কারেকশন গ্রহণ করতে চান তাহলে আপনাকে পরিচয় পত্র এবং ছবি নিয়ে নিকটবর্তী জিওস্টরে চলে যেতে হবে। নিকটবতী স্টোর খুঁজে পাওয়ার সুবিধা রিলায়েন্স জিও আপনাকে দিয়ে থাকে।
যদি আপনার ফোনে সক্রিয় জিও সিম থাকে তাহলে এসএমএস করে আপনারা এই ই সিম কার্ড পরিষেবা শুরু করতে পারবেন। তারপর নির্দিষ্ট পদ্ধতি মেনে আপনারা যদি চান তাহলে আপনার কাছে আপনার এই ই সিম কার্ড চলে আসবে। এ কিভাবে এক ফোন থেকে অন্য ফোনে এই ধরনের সিম কার্ড ট্রান্সফার করতে পারবেন। তাছাড়া যদি আপনারা কোন ভাবে নিজেদের ডিজিটাল সিম কার্ড ডিলিট করে ফেলেন তাহলে জিও স্টোর অথবা যেকোনো জিও রিটেলার কাছে গিয়ে পরিচয় পত্র দিলে আবার নতুন করে ওই সিম আপনি পেয়ে যাবেন।
এর জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আসুন দেখে নেওয়া যাক সেগুলি।
১) প্রথমে আপনাকে নতুন ডিজিটাল সিম কার্ড ই সিম নিতে হবে।
২) তারপর আপনাকে ফিজিক্যাল সিম থেকে এই ই সিম পরিবর্তন করতে হবে।
৩) তারপরে এক অপারেটর থেকে আপনারা জিও ই সিম পোর্ট করতে পারবেন।