ভারতের সবথেকে বড় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রিলায়েন্স জিও সম্প্রতি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করে দিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর আগে এরকম একটি প্ল্যান তারা লঞ্চ করেছে যাতে আপনারা বিনামূল্যে Disney+Hotstar এর ভিআইপি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। বর্তমানে রিলায়েন্স জিওর কাছে রয়েছে একটি ক্রিকেট প্যাক যার মূল্য ৭৭৭ টাকা। আজ আমরা এই প্রিপেড প্ল্যান এর ব্যাপারে আলোচনা করব এবং দেখে নেব কি কি অফার আপনারা পাবেন এই প্ল্যানে।
এই রিচার্জ প্যাক আসে ৮৪ দিনের ভ্যালিডিটি নিয়ে। এখানে আপনারা ৭৭৭ টাকা খরচ করলে প্রত্যেকদিন ১.৫ জিবি করে ইন্টারনেট ডাটা পেয়ে যান। এছাড়াও থাকে ৫ জিবি অতিরিক্ত ডাটা। অর্থাৎ গ্রাহকরা সর্বমোট এই প্লান রিচার্জ করলে ১৩১ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন।
অন্যদিকে জিওর এই ক্রিকেট প্যাকে ভয়েস এবং এসএমএস বেনিফিট আপনারা পাবেন। আপনারা জিও নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবেন, এবং অন্যদিকে আলাদা কোন নেটওয়ার্কে কল করতে হলে আপনি পাবেন ৩,০০০ মিনিট বিনামূল্যে। তারপর আপনাকে আলাদা করে প্লান রিচার্জ করাতে হবে যদি অন্য নেটওয়ার্কে কল করতে হয়। এছাড়াও আপনারা প্রত্যেকদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস করার সুযোগ পাবেন। সাথে জিও অ্যাপ্লিকেশন এর সাবস্ক্রিপশন তো থাকছেই।
শুধু এই প্ল্যান নয়, জিওর এই ক্রিকেট প্যাকে আপনারা পাবেন ২,৫৯৯ টাকার প্ল্যান, যার ভ্যালিডিটি ৩৬৫ দিন। এছাড়াও থাকছে, ৪০১ টাকার প্ল্যান যেখানে পাবেন ২৮ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানে প্রত্যেকদিন ৩ জিবি করে ইন্টারনেট অফার করা হবে। দুটি প্ল্যানের সঙ্গেই আপনারা পাবেন ১ বছরের Disney+Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন বিনামূল্যে।