ভারতের অন্যতম বড় টেলিকম সংস্থা Reliance Jio বর্তমানে বেশকিছু মোবাইল কোম্পানির সঙ্গে কাজ করছে যাতে 4G হ্যান্ডসেট এবং অন্যান্য কানেক্টেড ডিভাইস এর দাম আর একটু কমানো যায়। এই কোম্পানী গুলির মধ্যে অন্যতম হলো জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড Realme। এই মর্মে রিলায়েন্স জিওর ডিভাইস এবং মোবিলিটির প্রেসিডেন্ট সুনীল দত্ত জানিয়েছেন,” বর্তমানে সস্তা হ্যান্ডসেট তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। সস্তা হ্যান্ডসেট তৈরি করা গেলে যারা এখনো 2G হ্যান্ডসেট ব্যবহার করেন তারা 4G অথবা 5G তে নিজেদেরকে আপগ্রেড করতে পারবেন।
ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০ তে সুনীল দত্ত আরও জানিয়েছেন,”রিলায়েন্স একটি অরগানাইজেশন। এর আগে আমরা অত্যন্ত সংস্থার মধ্যে সবার হাতে ৪জি কানেকশান তুলে দিতে সক্ষম হয়েছিলাম। আমাদের জিও ফোনের মাধ্যমে অনেকেই যারা 2G ব্যবহার করতেন তারা 4G এর স্পিড এবং সুবিধা গ্রহণ করতে পেরেছেন। বর্তমানে আমরা রিয়েলমি এবং অন্যান্য কিছু সংস্থার সঙ্গে কাজ করছি যাতে আরো সস্তায় আমরা 4G হ্যান্ডসেট ভারতের ব্যবহারকারীদের জন্য নিয়ে আসতে পারি।”
তিনি আরো জানিয়েছেন, জিও শুধুমাত্র মোবাইল ফোন সেগমেন্টে নজর দিচ্ছে না, বরং অন্যান্য কানেক্টেড ডিভাইসগুলোর দিকে আমাদের নজর রয়েছে।
অন্যদিকে, Realme CEO মাধব শেঠ জানিয়েছেন, ভবিষ্যতে আমরা আরো এমন কিছু প্রজেক্ট তৈরি করব যেগুলি শুধুমাত্র স্মার্টফোনে আটকে থাকবে না। তার বক্তব্য, 5G ফোন নিয়ে আসার ক্ষেত্রে চিপসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। চিপসেট যদি ভালো কাজ করে তাহলে সর্বাধিক মানুষের কাছে 5G মোবাইল পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরো বলেছেন,”শুধুমাত্র ভারত না, সারাবিশ্বে আমরা 5G বিপ্লব নিয়ে আসতে চলেছি। এর জন্য মিডিয়াটেক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমরা শুধুমাত্র হার্ডওয়ার প্রোভাইডার। আমাদের কাজ হল, অত্যন্ত সস্তায় কিভাবে 5G ডিভাইস মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করা। পাশাপাশি, আমাদের কর্তব্য এই ডিভাইসগুলির টেকনোলজি এসপেক্ট ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া।”