রিলায়েন্স জিওর কাছে আলাদা আলাদা ক্যাটেগরির বিভিন্ন প্ল্যান রয়েছে। এর মধ্যে বেশ কিছু প্ল্যান অত্যন্ত জনপ্রিয় তাদের গ্রাহকদের কাছে। মুকেশ আম্বানির জিও কিছুদিন আগে থেকে disney+hotstar বেনিফিট দেওয়া শুরু করেছে। এই সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে রয়েছে ৪০১ টাকার প্ল্যান। এই প্ল্যান রিচার্জ করলে আপনারা Jio এর তরফ থেকে প্রত্যেকদিন ৩জিবি করে হাইস্পিড ইন্টার্নেট পেয়ে যাবেন। যদি আপনার ইন্টারনেটের পরিমাণ বেশি প্রয়োজন হয় তাহলে আপনি এই প্লান রিচার্জ করুন। চলুন এর ব্যাপারে বিস্তারিত জানা যাক।
রিলায়েন্স জিও ৪০১ টাকার রিচার্জ প্ল্যান আপনাকে ২৮ দিনের ভ্যালিডিটি প্রদান করে। এর সাথে আপনি প্রতিদিন ৩জিবি করে ইন্টারনেট ডাটা পেয়ে যাচ্ছেন। এছাড়া পাচ্ছেন ৬ জিবি অতিরিক্ত ডাটা। প্রতি রিচার্জে এটি অফার করা হচ্ছে। প্রত্যেক দিনের ডাটা শেষ হয়ে যাবার পরে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। অর্থাৎ আপনি সর্বমোট ৯০ জিবি হাইস্পিড ডেটা পাচ্ছেন এই রিচার্জ প্যাকে।
অন্যান্য বেনিফিট এর মধ্যে জিও থেকে জিও আনলিমিটেড কলিং রয়েছে। জিও থেকে নন জিও নেটওয়ার্কে কল করতে গেলে আপনি পাচ্ছেন ১০০০ মিনিট বিনামূল্যে। প্রত্যেকদিন থাকছে ১০০টি করে এসএমএস করার সুযোগ। রিলায়েন্স জিওর এই প্ল্যানে ১ বছরে র disney+ hotstar অ্যাপ্লিকেশন এর প্রিমিয়াম বেনিফিট বিনামূল্যে পাবেন। এছাড়া জিও অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন তো থাকছেই।