গ্রাহকদের কিছু দুর্দান্ত প্ল্যান অফার করছে ভারতের অগ্রণী টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। এই সংস্থাটি বিনামূল্যে কলিং এবং তার সাথে সেরা সেরা ডেটা বেনিফিট অফার করছে বর্তমানে। বর্তমানে OTT প্লাটফর্মে কনটেন্ট দেখার হিড়িক লাগামছাড়া। আর গ্রাহকদের সেই চাহিদাকে পূরণ করতেই একগুচ্ছ OTT সাবস্ক্রিপশন অফার করছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। JIO এর ৩টি প্রিপেড প্ল্যান এর সাথে এরকম দুর্দান্ত বেনিফিট আপনারা পেতে চলেছেন। এখানে আপনি প্রত্যেকদিন ৩জিবি ইন্টারনেট পাবেন এবং তার সাথেই পাবেন আনলিমিটেড ফ্রি কল। আসুন কিছু প্ল্যান এর ব্যাপারে জানা যাক।
Jio ৩৪৯ টাকার প্ল্যান –
এই রিচার্জ প্যাকে ২৮ দিনের জন্য প্রত্যেক দিন পাবেন ৩ জিবি করে ডেটা। অর্থাৎ আপনারা সব মিলিয়ে ৮৪ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জিও থেকে জিও বিনামূল্যে কল করা যাবে। পাশাপাশি অন্য নেটওয়ার্কে আপনারা পাবেন ১,০০০ মিনিট ফ্রি টক টাইম। তার সাথেই প্রত্যেকদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ আপনাদের থাকছে। সঙ্গেই, Jio অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন পাচ্ছেন আপনারা।
Jio ৪০১ টাকার প্ল্যান –
এই প্যাকের ভ্যালিডিটি ২৮ দিন তবে এখানে প্রত্যেকদিন ৩জিবি করে ডেটা ছাড়াও আপনাদের জন্য থাকছে অতিরিক্ত ৬জিবি ডেটা। অর্থাৎ আপনারা এক মাসে সব মিলিয়ে ৯০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। জিও থেকে জিও নেটওয়ার্কে বিনামূল্যে কল অফার করা তো হবে। পাশাপাশি অন্য নেটওয়ার্কের জন্য থাকছে ১,০০০ মিনিট ফ্রি টক টাইম। এছাড়াও প্রত্যেকদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুযোগ পাচ্ছেন আপনারা। তার সাথেই সমস্ত জিও অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন তো থাকছেই।
Jio ৯৯৯ টাকার প্ল্যান –
জিও নেটওয়ার্কের দামি প্ল্যানের মধ্যে এটি অন্যতম। তবে এই মূল্যে রিলায়েন্স জিও আপনাকে দুর্দান্ত বেনিফিট অফার করে থাকে। এই রিচার্জ প্ল্যান যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রত্যেক দিন পাবেন ৩ জিবি করে ইন্টারনেট। পাশাপাশি এই রিচার্জ প্যাকের ভ্যালিডিটি ৮৪ দিনের। অর্থাৎ আপনারা একটি রিচার্জ করলে মোট ২৫২ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জিও থেকে জিও নেটওয়ার্কে বিনামূল্যে কলিং আপনারা পাচ্ছেন। পাশাপাশি অন্য নেটওয়ার্কের জন্য থাকছে ৩০০০ মিনিট ফ্রি টক টাইম। এছাড়াও জিও অ্যাপ্লিকেশন এর সমস্ত বেনিফিট আপনারা পাচ্ছেন।