যদি 4G সার্ভিস চালু না করা হয় তাহলে আর খুব বেশিদিন টিকবে না সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। এই মর্মে কেন্দ্রীয় সরকারের কাছে ফের আবেদন জানাল সরকারি টেলিকম সংস্থার কর্মীরা।এই সংস্থার কর্মী সংগঠন অল ইউনিয়ন এন্ড অ্যাসোসিয়েশন অফ বিএসএনএল এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে চিঠির মাধ্যমে এই আবেদন জানিয়েছে। তারা চিঠিতে লিখেছে, যেন খুব শীঘ্রই বিএসএনএল নেটওয়ার্কে 4G পরিষেবা চালু করা হয়। নতুবা বিএসএনএল কিন্তু দুই বছরের বেশি টিকবে না।
আর কিছুদিনের মধ্যে ভারতে আসতে চলেছে 5G ইন্টারনেট পরিষেবা। কিন্তু এখনও পর্যন্ত বিএসএনএল এর কাছে 4G কানেক্টিভিটি অবধি নেই। এর ফলে, প্রতিযোগিতার দৌড়ে বারংবার পিছিয়ে পড়ছে এই টেলিকম সংস্থাটি। বেশ কয়েক বছর ধরে এই সংস্থাটি বারবার স্পেকট্রামের জন্য আবেদন জানাচ্ছে। কিন্তু তাতে কোন লাভ হচ্ছে না। এবার বিএসএনএলের কর্মীদের অভিযোগ, কেন্দ্র বিএসএনএলের ৪জি পরিষেবার চালুর দিকে কোন গুরুত্ব দিচ্ছে না।
অন্যদিকে লাধাক সংঘর্ষের পর থেকে চীন থেকে 4G প্রযুক্তি না কেনার জন্য বিএসএনএল কে নির্দেশ দেওয়া হয়েছে। এই কারণে বিএসএনএলের তরফে নতুন করে টেন্ডার ডাকা হয়েছে যাতে পরিষেবা উন্নতি করা যায়।কিন্তু যদি চিন্তাকে এই প্রযুক্তি কেনার অনুমতি দেওয়া হতো তাহলে এতদিনে বিএসএনএল এর কাছে 4G স্পেকট্রাম থাকতো। কিন্তু সরকারের নির্দেশের পরে বেশ কিছুটা চাপে পড়েছে এই কোম্পানি। বিএসএনএলের একজন মুখপাত্র জানিয়েছেন,”সবদিক থেকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে বিএসএনএল কে। আমরা যদি একজন হতে না পারি তাহলে বিএসএনএল কে বাঁচানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। অতীতেও বিএসএনএলের কর্মীরা এই কোম্পানিকে রক্ষা করার জন্য লড়াই করেছে, ম্যানেজমেন্ট কোন সাহায্য করেনি।”