বাড়ি বসে করে ফেলুন Jio তে পোর্ট। বর্তমানে রিলায়েন্স জিওর চাহিদা একেবারে আকাশছোঁয়া। বাজারে আসার কিছুদিনের মধ্যেই দেশের অন্য কোম্পানিগুলিকে টক্কর দিয়ে রিলায়েন্স জিও হয়ে গিয়েছিল ভারতের সবথেকে বড় মোবাইল কোম্পানি। তারপর তারা একাধিক প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান লঞ্চ করে তাদের প্রতিযোগিদের একেবারে তাক লাগিয়ে দিয়েছে।
কিন্তু, Jio ছাড়া বর্তমানে অন্য কোন কোম্পানি সেরকম ভাল সার্ভিস অফার করে না। তাই কম টাকায় চিত্তাকর্ষক রিচার্জ প্ল্যান গ্রহণ করার জন্য গ্রাহকদের সেরা পছন্দ রিলায়েন্স জিও। এর মধ্যেই এই টেলিকম সংস্থা অন্যান্য টেলিকম সংস্থার থেকে গ্রাহক টানার জন্য একটি নতুন পদ্ধতি নিয়ে চলে এসেছে। এর মাধ্যমে আপনি খুবই সহজে অন্য নেটওয়ার্ক থেকে জিও নেটওয়ার্কে পোট করতে পারবেন নিজের নম্বর। সংস্থার তরফে জানানো হয়েছে, অনলাইন এবং অফলাইন ২ উপায় আপনারা জিওতে পোর্ট করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে পোর্ট করবেন নিজের মোবাইল নম্বর জিও নেটওয়ার্কে।
১) প্রথমে যে মোবাইল নম্বরটি পোর্ট করবেন সেখান থেকে Port লিখে 1900 নম্বরে একটি এসএমএস পাঠান। এর মাধ্যমে আপনি ইউপিসি জেনারেটর করতে পারবেন। এবার আপনার কাছে 1901 নম্বর থেকে একটি ইউপিসি কোড চলে আসবে। তার সাথেই থাকবে আপনার সিম কার্ডের এক্সপায়ারি ডেট।
২) এবারে ইউপিসি কোড এবং আপনার আইডি প্রুফ সহ আপনি চলে যান আপনার কাছের জিও স্টোরে। জিও স্টোরে গিয়ে রিটেলার এর কাছে সমস্ত তথ্য জমা দিলে আপনার মোবাইল নম্বর পোর্ট হয়ে যাবে।
পাশাপাশি, কিছুদিন আগে রিলায়েন্স জিও ডোর স্টেপ ডেলিভারি অপশন শুরু করেছে। যদি আপনি জিওর কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে এই পরিষেবা গ্রহণ করতে চান তাহলে জিওর কোন কর্মী আপনার বাড়িতে এসে আপনার নতুন সিম দিয়ে যাবে এবং সেটি চালু করে দিয়ে যাবে। এভাবে আপনি বাড়িতে বসেও আপনার পোর্ট করার কাজ করতে পারবেন।