বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। এর থেকে মুক্তি পাওয়া সত্যিই অত্যন্ত কঠিন। বর্তমানে স্মার্টফোন মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চলে এসেছে। ফোন ছাড়া মানুষের কোন সকাল নেই। ফোন ছাড়া মানুষের কোন রাত নেই। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ফোনটি প্রথম ব্যবহৃত হয়। পাশাপাশি রাতে ঘুমানোর পরে কোন হাতে থাকে।
একটা সময় ছিল যখন মানুষ ব্যবহার করতেন ল্যান্ডলাইন ফোন। তারপর, ধীরে ধীরে উন্নত হতে হতে বর্তমানে স্মার্টফোন চলে এসেছে মার্কেটে। কিন্তু এই ফোন সুবিধার যত তত কিন্তু বিরক্তিকরও বটে। স্মার্টফোনে আপনারা মাঝেমধ্যে স্প্যাম কল এবং কল সেন্টারের ফোনের দ্বারা বিরক্ত হতে পারেন।আমরা যখন কোন জরুরী কাজ করছি তখন এরকম ধরনের ফালতু কল আমাদের বিরক্ত করে দিতে পারে। আবার, অনেক সময় জানা যায় না এই কল গুলি আসলে টেলি মার্কেটিং এর। কারণ এগুলি নম্বর এমনই থাকে, যেগুলো একটি সাধারণ নম্বরের মত।
তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মোবাইল অপারেটর সংস্থাগুলি শুরু করে দিয়েছেন ডু নট ডিস্টার্ব পরিষেবা। নাম শুনেই বুঝতে পারছেন, এই ধরনের পরিষেবা আপনার এই সমস্ত ফালতু ফোন কল বন্ধ করে দেবে। আপনি যদি JiO এর ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে খুব সহজেই DND পরিষেবার ব্যবহার করতে পারবেন।
যদি আপনারা Jio গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার স্মার্টফোনের ডিএনডি সার্ভিস এক্টিভেট করতে হলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে মাইজিও অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তারপরে আপনাকে ওই অ্যাপ্লিকেশনে লগইন করতে হবে। লগইন করার পরে আপনি প্রথমে বাঁদিকে মেনুতে ট্যাপ করুন। তারপর নিজের প্রোফাইলে পৌঁছে যান। সেখানে আপনি প্রথমেই Do Not Disturb এর অপশন পেয়ে যাবেন। এবারে ট্যাপ করুন সেই অপশনে। তারপর আপনার কাছে তিনটি অপশন দেওয়া হবে। আপনার পছন্দসই সার্ভিস ব্লক করার জন্য নির্দিষ্ট অপশনে ট্যাপ করুন। তারপর আপনার কাছে জিও একটি কনফার্মেশন পাঠাবে এবং আগামী ৭ দিনের মধ্যে আপনার ফোনে ডু নট ডিস্টার্ব সার্ভিস এক্টিভেট করে দেওয়া হবে। এরপর আপনি আর কোন ধরনের প্রমোশনাল কল পাবেন না।