বছর শেষে নয়া উপহার নিয়ে হাজির হয়েছে ভোডাফোন আইডিয়া। এবারে তারা গ্রাহকদের বিনামূল্যে ৫০ জিবি ইন্টারনেট অফার করতে চলেছে। VI এর ১,৪৯৯ টাকার প্ল্যানের সাথে এই বিশেষ অফার আপনাদের জন্য দেওয়া হবে। প্রথমে বাছাই করা কিছু কাস্টমারকে ৫০ জিবি ইন্টারনেট অতিরিক্ত অফার করা হতো। কিন্তু এবার থেকে প্রত্যেক গ্রাহকের জন্য এই নতুন অফার উপলব্ধ হতে চলেছে।
১,৪৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্যাকে গ্রাহকদের সর্বমোট ২৪ জিবি হাই স্পিড ইন্টারনেট অফার করা হয় Vi এর তরফে। দেশের যে কোনো নেটওয়ার্কই আপনারা পাবেন বিনামূল্যে কল করার সুবিধা পাশাপাশি ৩,৬০০টি এসএমএস করতে পারবেন বিনামূল্যে। এই বিশেষ প্ল্যানের ভ্যালিডিটি হতে চলেছে ৩৬৫ দিনের জন্য।
Vi এর নতুন কাস্টমাররা সিম কেনার পর ১,৪৯৯ টাকার রিচার্জ করালে আগে ৫০ জিবি ইন্টারনেট পেতেন। এছাড়াও বাছাই করা কয়েকজন কাস্টমারের জন্য এই অফার দেওয়া হতো। কিন্তু এইবারে সমস্ত ইউজার যদি এই অফার রিচার্জ করে তাহলে কিন্তু পাবেন অতিরিক্ত ৫০ জিবি ইন্টারনেট। অর্থাৎ, ১,৪৯৯ টাকার রিচার্জ প্যাক গ্রহণ করলে আপনারা সর্বমোট ২৪ জিবি + ৫০ জিবি = ৭৪ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
তবে এই রিচার্জ প্যাক নিয়ে অনেকে আবার অভিযোগ জানিয়েছেন। অনেকের দাবি, এই রিচার্জ প্যাকে রিচার্জ করলেও কোনো অতিরিক্ত ইন্টারনেট দেওয়া হচ্ছে না। পাশাপাশি অনেকে আবার টুইটারে ভোডাফোন আইডিয়া কে ট্যাগ করে লিখে পাঠিয়েছেন যে তারা অতিরিক্ত ইন্টারনেট পাচ্ছেন না। কিন্তু আবার অনেকে এই ইন্টারনেট পেয়েছেন। অর্থাৎ ভোডাফোন আইডিয়া তরফে সকলের জন্য ইন্টারনেট দেওয়া হলেও, কয়েকজন কাস্টমার পাচ্ছেন এই অফার। আবার অনেকের কাছে এই অফার এখনো অধরা রয়ে যাচ্ছে।