সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল আবারো অফার করছে বিনামূল্যে সিম কার্ড। যারা জিএসএম মোবাইল ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই ফিচার আবারো নিয়ে আসা হচ্ছে। ১ জানুয়ারি পর্যন্ত এই ফ্রি সিম পরিষেবা চলবে। বিএসএনএল চেন্নাই সার্কেল থেকে এই খবর আমাদের কাছে জানানো হয়েছে।
বিএসএনএল চেন্নাই সার্কেল জানিয়েছে, নতুন কাস্টমাররা যারা BSNL সিমরন করবেন তাদেরকে বিনামূল্যে সিম কার্ড অফার করা হবে। তবে, অবশ্যই তাদের প্রথম রিচার্জ ১০০ টাকার বেশি মূল্যের করাতে হবে। ১৭ ডিসেম্বর থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত এই অফার চলবে।
গতমাসে বিএসএনএল এই অফার নিয়ে এসেছিল তাদের জিএসএম মোবাইল গ্রাহকদের জন্য। সেই সময় প্রচুর মানুষ বিনামূল্যে বিএসএনএল সিম গ্রহণ করেছিলেন। সেই অফার এর জনপ্রিয়তা দেখার পরে পুনরায় নতুন করে এই অফার চালু করল বিএসএনএল।