সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল প্রাইভেট টেলিকম কোম্পানির মত বেশ কিছু work-from-home প্ল্যান লঞ্চ করেছিল। বিগত কয়েক মাসে করোনাভাইরাস মহামারী সময় এই ধরণের প্ল্যান বেশ জনপ্রিয় হয়েছিল। প্রাইভেট কোম্পানিগুলি শুধুমাত্র ডেটা যুক্ত প্ল্যন অফার করা বন্ধ করে দিয়েছিল। তবে করোনাভাইরাস আসার পরে আবারও ডাটা বেনিফিট যুক্ত work-from-home প্ল্যান জনপ্রিয় হয়ে ওঠে। জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া মত বিএসএনএল বেশকিছু work-from-home প্ল্যান লঞ্চ করেছিল। এইগুলির দাম ছিল ৫৬ টাকা, ১২১ টাকা, ২৫১ টাকা।
ভারত সঞ্চার নিগম লিমিটেড এর work-from-home প্ল্যান এমন গ্রাহকদের জন্য ছিল যারা বাড়ি বসে কাজ করেন। এখানে তিনটি প্ল্যান অফার করা হয়েছিল। এখানে সম্পূর্ণ ডেটাবেজে ফিট আপনি পেয়ে যেতেন কিন্তু কোন কলিং বেনিফিট ছিল না। ৫৬ টাকা থেকে বিএসএনএলের work-from-home প্ল্যান শুরু হতো। বিএসএনএল এর ৫৬ টাকার প্ল্যান আপনি যদি রিচার্জ করেন তাহলে আপনি পেয়ে যেতেন ১০ জিবি ইন্টার্নেট। তবে এই প্ল্যনের বৈধতা ছিল ১০ দিন।
অন্যদিকে যদি ১৫১ এবং ২৫১ টাকার প্ল্যান আপনি রিচার্জ করতেন তাহলে আপনি পেতেন ৪০ জিবি এবং ৭০ জিবি ইন্টারনেট। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি ছিল ২৮ দিন। তবে এখানে আপনারা Zing মিউজিক অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন পেয়ে যেতেন work-from-home প্ল্যানের সাথে।
অন্যদিকে, জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া থেকে work-from-home প্ল্যান হিসেবে বিএসএনএল বেশি ইন্টারনেট অফার করে। অর্থাৎ, প্রাইভেট কোম্পানিগুলিকে টক্কর দেবার জন্য বর্তমানে BSNL তাদের থেকে বেশি বেনিফিট যুক্ত প্ল্যান নিয়ে আসার পরিকল্পনা করছে।