ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থার বিএসএনএল এবারে তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি নতুন ফিচার যার নাম BSNL Wings। এই ফিচারের মাধ্যমে আপনারা ইন্টারনেট এর উপস্থিতিতে ভারতের যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে ভয়েস কলের সুবিধা পেয়ে যাবেন। শুধুমাত্র অডিও কলিং নয় আপনারা ভিডিও কল করতে পারবেন এই নতুন ফিচারের মাধ্যমে। এছাড়াও পাঠাতে পারবেন ইনস্ট্যান্ট মেসেজ।
এই নতুন BSNL Wings সেই সমস্ত প্রত্যন্ত এলাকায় কাজ করবে যেখানে মোবাইল নেটওয়ার্ক খুব খারাপ। তবে এই পরিষেবা পেতে গেলে আপনাকে ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে কানেক্ট করতে হবে। এর মাধ্যমে কোন সিম কার্ড ছাড়াই কেবলমাত্র ইন্টারনেটের সাহায্যে আপনি আউটগোয়িং ইনকামিং কল করতে পারবেন। গুগল প্লে স্টোরে গিয়ে BSNL Wings অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে আপনারা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
খরচের দিক থেকে আপাতত একটিমাত্র প্ল্যান অফার করছে বিএসএনএল। আপনাকে ১ বছরের জন্য ১০৯৯ টাকা দিতে হবে এই বিএসএনএল উইংস ব্যবহার করতে। এই অফারের মাধ্যমে আপনারা ১৮০০ মিনিট ফ্রি টক টাইম পাবেন। আপনারা ভারতের যেকোনো নেটওয়ার্কে কল করতে পারবেন এবং ফ্রি কলিং লিমিট শেষ হয়ে গেলে গ্রাহকদের কাছ থেকে প্রতি মিনিটে ৩০ পয়সা করে চার্জ করা হবে। এছাড়াও আপনারা ইন্টারন্যাশনাল রোমিং কলের সুবিধা পাবেন। এই সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা দুনিয়ার যেকোন নেটওয়ার্কে অতিরিক্ত কোন চার্জ ছাড়াই ইনকামিং কল করতে পারবেন।
তবে ইন্টারন্যাশনাল রোমিং কলের জন্য ব্যবহারকারীদের প্রতি মিনিটে ১.২ টাকা করে চার্জ করা হবে। এছাড়াও যদি কোনো গ্রাহক ইন্টারন্যাশনাল রোমিং কল করতে চান এই সার্ভিস ব্যবহার করে তাহলে তাকে ২,০০০ টাকার ISD ডিপোজিট করতে হবে।