সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড(BSNL) বেশ অনেকদিন ধরেই দেশে 4G সার্ভিস আনার চেষ্টা করছে। এবার 4G সার্ভিস আনতে কোম্পানি জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vi) এর হাত ধরতে চলেছে। ভোডাফোন আইডিয়া বা Vi এবং BSNL একত্রে প্যান ইন্ডিয়া ইন্ত্রা সার্কেল রোমিং এগ্রিমেন্ট (ICRA) চুক্তি স্বাক্ষরে উদ্যোগী হয়েছে। এই এগ্রিমেন্ট এর মাধ্যমে বিএসএনএল 2G বা 3G গ্রাহকরা Vi এর 4G সার্ভিস ব্যবহার করতে পারবে। বর্তমানে ICRA চুক্তি টেস্টিং এর পর্যায় আছে। দেশের দুটি সার্কেলে যেমন রাজস্থানে এর পদ্ধতির পরীক্ষামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
বিএসএনএলের ICRA চুক্তির পরিবর্তে Vi ও বিএসএনএলের থেকে তাদের সাহায্য নেবে। Vi দেশজুড়ে ১০০০০ কিলোমিটার রুটের ফাইবার নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি চায় BSNL থেকে। Vi এর অত্যাধুনিক 4G সার্ভিস থাকলেও দেশজুড়ে Vi এর ফাইবার নেটওয়ার্কের বিস্তার খুবই কম। তাই তারা ব্যবসা বাড়াতে বিএসএনএলের সুবিস্তৃত ফাইবারের ব্যবহার করতে চায়। বিএসএনএল এর CMD পি কে পুরওয়ার জানিয়েছে, কোম্পানির টিমের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী দু’বছরের মধ্যেই বিএসএনএল তাদের সমস্ত 2G সার্ভিস বন্ধ করে দিতে চায়। তারা এরপর থেকে শুধুমাত্র 4G সার্ভিস দেওয়াতে মনোনিবেশ করবে বলেই জানিয়েছে কোম্পানি। কিন্তু 2G সার্ভিস বন্ধের বিরোধিতা করছে কোম্পানির এমপ্লয়িজ ইউনিয়ন। কারণ এই 2G সার্ভিস দ্বারা তারা ৬০ শতাংশ তাদের মুনাফা অর্জন করতে পারে। এছাড়াও 4G সার্ভিস আনতে গেলে তাদের অনেক যন্ত্রাংশের পরিবর্তন করতে হবে। এই 2G থেকে 4G আনতে গেলে এতদিনের ৪৯৩০০ বেস ট্রান্সিভার স্টেশন (BTS) এর পরিবর্তন করতে হবে কোম্পানিকে।