ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল সম্প্রতি তাদের অ্যানুয়াল প্ল্যান এর সমস্ত বেনিফিট বেশ কিছুটা পরিবর্তন করেছে। এখন আপনারা ১,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান এর সাথে EROS now এর সাবস্ক্রিপশন পেয়ে যেতে চলেছেন। এছাড়াও আপনারা লোকধুন এন্টারটেইনমেন্টের সাবস্ক্রিপশন পাচ্ছেন। তবে, লকধুন সাবস্ক্রিপশনের ভ্যালিডিটি কিছুটা কমিয়ে Eros Now এর প্ল্যান বৈধতা বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যান্য সমস্ত বেনিফিট একই রয়েছে। এই প্ল্যান আপনি যদি রিচার্জ করেন তাহলে এখনো আপনি পেয়ে যাবেন ৩৬৫ দিনের জন্য প্রতিদিন ৩জিবি করে ইন্টারনেট ডেটা।
এই নতুন পরিবর্তনের ফলে বিএসএনএলের ১,৯৯৯ টাকার প্ল্যানের কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পেরেছি OTT এর দিক দিয়ে। এখন থেকে আপনারা লোক ধুন এন্টারটেইনমেন্ট এর বেনিফিট পাবেন মাত্র ৬০ দিনের জন্য। এবং Eros Now এর বেনিফিট পাবেন এক বছরের জন্য। এর আগে, ব্যাপারটা ছিল একেবারে উল্টো। তখন লোকধুন এন্টারটেইনমেন্ট এর বেনিফিট পাওয়া যেত এক বছরের জন্য এবং Eros Now এর বেনিফিট মিলত ৬০ দিনের জন্য। তবে ভ্যালিডিটি এখনো পর্যন্ত ৩৬৫ দিন আছে। তবে এখনো পর্যন্ত বিএসএনএলের ওয়েবসাইটে কিন্তু এই প্ল্যান আপডেট করা হয়নি।
বিএসএনএল এর ১,৯৯৯ টাকার অ্যানুয়াল প্রিপেড প্ল্যান আপনাকে ২৫০ মিনিট বিনামূল্যে কল করার সুবিধা দেবে। এছাড়াও, প্রতিদিন আপনারা পাবেন ৩ জিবি করে হাই স্পিড ইন্টারনেট ডাটা। পাশাপাশি, প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ থাকছে। এছাড়াও বিনামূল্যে PRBT রিংটোন সেট করার বিকল্প আপনি পাচ্ছেন। বর্তমানে এই প্যাকেজ বিএসএনএল এর সমস্ত সারকেলের জন্য উপলব্ধ। কিছুদিন পর থেকে এই প্ল্যান রিচার্জ করলে আপনারা পরিবর্তিত বেনিফিট লাভ করতে পারবেন।