বর্তমানে অন্য কোম্পানিকে টেক্কা দিয়ে ঘুরে দাড়াতে মরিয়া ভারতীয় সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। শুধুমাত্র নতুন নতুন প্ল্যান নয় বিভিন্ন রিচার্জ প্ল্যান ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে এই কোম্পানি। সম্প্রতি তারা ৩৯৯ এবং ৫২৫ টাকার প্ল্যান একেবারে নতুন করে নিয়ে চলে এলো গ্রাহকদের জন্য। এই দুটি প্ল্যান হতে চলেছে পোস্ট পেইড প্লান এবং গ্রাহকরা এখানে প্রতিমাসে ৮৫ জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তার সাথেই বিএসএনএল গ্রাহকরা ২৫৫ জিবি পর্যন্ত ডাটা রোলওভার বেনিফিট পেয়ে যাবেন। ডেটা বেনিফিট এর দিক থেকে দেখতে গেলে BSNL এর ৩৯৯ টাকার প্ল্যান JIO এর প্ল্যানের থেকে অনেকাংশে ভালো। আসুন দেখে নেওয়া যাক এই দুটি পোস্টপেইড প্লানে আপনারা কি কি বেনিফিট পেতে চলেছেন।
৩৯৯ টাকার প্ল্যানে আপনাদের জন্য থাকছে ৭০ জিবি হাই স্পিড ইন্টারনেট ডাটা। পাশাপাশি আপনারা পেতে চলেছেন ২১০ জিবি পর্যন্ত ডাটা রোলওভার। এছাড়াও, দেশের যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে ভয়েস কলিং ফ্যাসিলিটি তো থাকছেই। এছাড়াও আপনারা প্রত্যেকদিন যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে ১০০টি করে এসএমএস পাঠাতে পারবেন। যদি অতিরিক্ত কোনো সুবিধা আপনারা পাবেন না।
অন্যদিকে, ৫২৫ টাকার পোষ্টপেইড রিটেল প্ল্যানে আপনাদের জন্য থাকছে ৮৫ জিবি পর্যন্ত ডাটা অফার। এখানে আপনারা পাবেন ২৫৫ জিবি পর্যন্ত ডেটা রোল ওভার এর সুবিধা। পাশাপাশি, যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ প্রত্যেকদিন ১০০টি করে এসএমএস পাঠানোর ফেসিলিটি আপনাদের দেওয়া হচ্ছে BSNL এর তরফে।