ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল প্রত্যেকদিন নতুন নতুন প্ল্যান নিয়ে এসে তাদের গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই কারণেই বাড়তে থাকে চাহিদার কারণে বিএসএনএল এবারে জামশেদপুরে তাদের ওয়ারলেস ইন্টারনেট কানেকশন শুরু করে দিল।
পূর্ব এবং পশ্চিম সিংভূম এবং সারাইকেলা খার্সাওয়ান অঞ্চলে আপাতত এই সার্ভিস চালু করা হয়েছে। এর আগে রাঁচিতে এই এয়ার ফাইবার সার্ভিস চালু করা হয়েছিল। গত মাসে এই সার্ভিস জাতীয় স্তরে কাজ করা শুরু করেছিল। এই বিষয় নিয়ে বিএসএনএলের জামশেদপুর এর এসএসএ সঞ্জীব বর্মা জানিয়েছেন, “এই নতুন ভারতের ফাইবার সার্ভিস চালু করার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড দিতে সক্ষম হব। যেখানে যেখানে ইন্টারনেট এর কানেকশন খুব খারাপ সেখানে এই নতুন সার্ভিস কাজে আসবে। ”
শুধুমাত্র তাই নয়, যারা বাড়িতে বসে কাজ করেন তাদের জন্য এই সার্ভিস অত্যন্ত কার্যকরী হতে চলেছে। বাকি এক মাসের মধ্যে ঝাড়খণ্ডের আরো বেশ কয়েকটি জেলায় এই সার্ভিস চালু করা হবে। বিএসএনএল আরো অনেকগুলি জায়গাতে এয়ার ফাইবার ট্রান্সমিটার তৈরি করার চেষ্টা করছে। এই নতুন এয়ার ফাইবার এয়ার ফাইবার ট্রান্সমিটার থেকে ১.৫ কিলোমিটার ব্যাসার্ধের অঞ্চলে কাজ করে।
ব্যবহারকারীরা একটি এয়ার ফাইবার রাউটার কানেক্ট করে এই নতুন কানেকশন গ্রহণ করতে পারবেন। কেবলমাত্র একটি রাউটার কিনলেই আপনারা ৮ থেকে ১০ টি ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন। আপাতত এই সার্ভিস দুটি প্ল্যানে উপলব্ধ। আপনার ব্যবহারের উপর নির্ভর করে আপনি ৮৪৯ অথবা ১,২৭৭ টাকার প্ল্যান গ্রহণ করতে পারেন। লকডাউন এর সময় অতিরিক্ত ইন্টারনেট চাহিদাকে সামাল দেবার জন্যই এই নতুন সার্ভিস লঞ্চ করেছে বিএসএনএল বলে জানিয়েছেন সঞ্জীব বর্মা। এই নতুন পদক্ষেপের ফলে, মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গেও এই সার্ভিস আরো ভালোভাবে চালানো শুরু করবে বিএসএনএল।