রিচার্জ প্ল্যান এর অফারে কিন্তু বেশ ভালো মতো জায়গায় পৌঁছে যাচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। বেসরকারি সংস্থাগুলিকে করা টক্কর দেবার জন্য তারা একের পর এক দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হচ্ছে গ্রাহকদের কাছে। এইবারে এই সংস্থা তাদের গ্রাহকদের জন্য একটি চমৎকার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে যার ভেলিডিটি একেবারে এক বছরের জন্য। ৩৬৫ টাকার এই প্রিপেইড প্ল্যানের সঙ্গে আপনারা পাবেন ৩৬৫ দিনের বৈধতা।
Bsnl এর প্রতিদ্বন্দ্বীরা ১ বছরের প্ল্যানের জন্য বেশ অনেক টাকা চার্জ করে। জানিয়ে রাখি, Jio এর ১ বছরের প্লান এর জন্য খরচ হয় ১,২৯৯ টাকা। এছাড়া, Airtel আপনাকে ১,৪৯৮ টাকায় ১ বছরের ভ্যালিডিটি অফার করে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে, BSNL এর ৩৬৫ টাকায় ১ বছরের বৈধতা গ্রাহকদের কাছে চরম আকর্ষণের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই প্ল্যান এর ব্যাপারে বিস্তারিত ভাবে।
কলকাতাসহ কর্ণাটক এবং ভারতের সমস্ত সার্কেলে বিএসএনএলের এই প্ল্যান আপনারা পেয়ে যাবেন। এখানে মাত্র ৩৬৫ টাকার রিচার্জ করালে আপনারা যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাচ্ছেন। এছাড়াও থাকছে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। তবে, এখানে একটি প্রত্যেকদিন ব্যবহার্য ডেটার কোটা রয়েছে। যদি আপনারা এই প্ল্যান রিচার্জ করেন তাহলে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যদি আপনার এই ২ জিবি শেষ হয়ে যায়, তাহলেও নো চিন্তা! ৪০কেবিপিএস গতিতে আপনারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এছাড়াও, ৩৬৫ টাকার এই রিচার্জ প্ল্যানের সঙ্গে আপনাদের প্রত্যেকদিন ১০০ করে এসএমএস পাঠানোর সুযোগ থাকছে। এছাড়াও পাচ্ছেন বিনামূল্যে BSNL Tunes সাবস্ক্রিপশন ব্যবহার করার সুবিধা। তবে মনে রাখবেন, যে সমস্ত সুবিধা আপনারা ফ্রি তে পাচ্ছেন, সেগুলি কিন্তু ১ বছরের জন্য কাজ করবে না। সেগুলির বৈধতা মাত্র ৬০ দিন। তবে আপনি এই প্ল্যান রিচার্জ করলে ৩৬৫ দিনের জন্য নেটওয়ার্কে কানেক্টেড থাকতে পারবেন। ৬০ দিনের পরে সমস্ত কাজের জন্য অতিরিক্ত প্ল্যান এবং রিচার্জ কুপন ব্যবহার করতে হবে।
১০ জানুয়ারি পর্যন্ত BSNL ভয়েস কলিং এর ওপরে একটি লিমিট রেখেছিল। আপনারা প্রত্যেকদিন ২৫০ মিনিট করে বিনামূল্যে কল করার সুবিধা পেতেন। তবে এবারে সেই লিমিট তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আপনারা BSNL থেকে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন কোনো FUP লিমিট ছাড়াই। অর্থাৎ বোঝাই যাচ্ছে, প্রতিদ্বন্দ্বীদের প্রত্যেকটি দিকে কড়া টক্কর দিতে বর্তমানে প্রস্তুুত ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL।