ভারতের সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল তাদের [email protected] প্রমোশনাল ব্রডব্যান্ড প্ল্যানের বৈধতা আরও বেশ কিছু দিন বাড়িয়ে দিল। বর্তমানে এই টেলিকম সংস্থাটি নিত্য নতুন প্ল্যান নিয়ে এসে মার্কেট দখল করার পরিকল্পনা করছে। এবারে এই টেলিকম সংস্থাটি তাদের আকর্ষণীয় [email protected] প্ল্যানের সময়সীমা বাড়িয়ে ৮ ডিসেম্বর করে দিয়েছে। এটা শুধুমাত্র করা হয়েছে বিএসএনএল ল্যান্ড লাইন কাস্টমারদের জন্য যাদের কাছে ব্রডব্যান্ড কানেকশন নেই। এছাড়াও বিএসএনএল তাদের ৪৯৯ টাকার ভারত ফাইবার ব্রডব্যান্ড প্লান CS337 এর উপলব্ধতা বাড়িয়ে ১২ ডিসেম্বর করে দিয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, কেবল মাত্র কয়েকটি অঞ্চলে এই নতুন সার্ভিস আপনারা পাবেন।
বিএসএনএলের চেন্নাই সার্কেল আজ এ ঘোষণা করেছে। তারা জানিয়েছে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আন্দামান এবং নিকোবর বাদ দিয়ে সকল সার্কেলে এই নির্দিষ্ট প্ল্যান কাজ করবে। এই বিশেষ প্ল্যান লঞ্চ করা হয়েছিল গত মার্চ মাসে। যারা বাড়িতে বসে নিজের অফিসের কাজকর্ম করছেন তাদের জন্য এই প্ল্যান নিয়ে আসা হয়েছিল বিএসএনএল এর তরফ থেকে। ৯০ দিন পরে এই প্ল্যানে আবার নতুন করে কিছু দিনের ভ্যালিডিটি যোগ করা হয়েছে।
এই [email protected] প্লেনে আপনারা পেয়ে যাচ্ছেন ১০ এমবিপিএস এর ডাউনলোড স্পিড এবং প্রতিদিন ৫ জিবি করে ইন্টারনেট। প্রত্যেক দিনের ডাটা কোটা শেষ হয়ে গেলে, ইন্টারনেটের গতি কমিয়ে ১ এমবিপিএস করে দেওয়া হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি বর্ধিত করার জন্য বিএসএনএল তাদের গ্রাহকদের থেকে কোনরকম অতিরিক্ত চার্জ নেবে না। তবে গ্রাহকদের নিজস্ব মডেম ব্যবহার করতে হবে যদি তাদের ব্রডব্যান্ড চালাতে হয়। যবে থেকে সেই সার্ভিস চালু করা হবে তারপর থেকে ১ মাসের জন্য সার্ভিসটি চালু থাকবে।
প্রমোশনাল সময়সীমা শেষ হয়ে গেলে কাস্টমারদের আবার পুরনো ব্রডব্যান্ড প্ল্যানে ফিরে আসতে হবে। সাথে সাথেই আপনাদের জানিয়ে রাখি, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ভারত ফাইবারের CS337 প্ল্যানের ভ্যালিডিটি এক্সটেন্ড করেছে। তাই যদি আপনি এখন কোন ফাইবার কানেকশন গ্রহণ করতে চান তাহলে অবশ্যই বিএসএনএলের ভারত ফাইবার বেছে নিতে পারেন।