যদি আপনারা অত্যধিক বেশি ইন্টারনেট ব্যবহার করেন প্রতিদিন তাহলে আপনাদের জন্য হয়তো সব থেকে ভালো রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে BSNL। সরকারি টেলিকম সংস্থা টি বেসরকারি সংস্থাকে টেক্কা দিতে নিয়ে এসেছে এমন একটি প্ল্যান যেখানে আপনারা নামমাত্র টাকা রিচার্জে প্রত্যেকদিন পেয়ে যাবেন 5 জিবি করে ইন্টারনেট। এটি কোম্পানির সব থেকে ভালো ডাটা প্ল্যান হিসেবে গণ্য হয়েছে এবং ব্যবহারকারীদের বহু সুবিধা অফার করা হচ্ছে।
599 টাকা দামের প্রিপেড প্ল্যান এবং এখানে আপনারা প্রত্যেকদিন 5 জিবি করে ডাটা পেয়ে যাবেন। পাশাপাশি থাকছে 84 দিনের বৈধতা এবং যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। এছাড়াও আপনারা এসএমএস করতে পারেন একটা সীমা পর্যন্ত। বর্তমানে BSNL 4G ভারতের বেশ কিছু জায়গায় চালু রয়েছে। তবে যেখানে চালু নেই সেখানে কিন্তু 3G অথবা 2G স্পিডে এই ইন্টারনেট আপনারা ব্যবহার করতে পারবেন।
599 টাকার প্ল্যান BSNL নিয়ে এসেছে এমন গ্রাহকদের জন্য যাদের অত্যন্ত বেশি ইন্টারনেটের প্রয়োজন পড়ে প্রত্যেকদিন। আপনারা 84 দিনে সর্বমোট 420 জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি কাছে প্রতিদিন 100 টা করে এসএমএস করার সুবিধা। এছাড়াও থাকছে Zing অ্যাপ্লিকেশনের বিনামূল্যে সাবস্ক্রিপশন। জানিয়ে রাখা ভাল 600 টাকার কমে কিন্তু অন্যান্য বেসরকারি নেটওয়ার্ক প্রত্যেকদিন মাত্র 1.5 জিবি 2 জিবি করে ইন্টারনেট অফার করে।