বছর প্রায় শেষ হতে চলল এবং তার আগে ভারতের অন্যতম বড় টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL তাদের গ্রাহকদের জন্য একের পর এক নতুন অফার নিয়ে এসে তাক লাগিয়ে দিয়েছে। বুধবার ভারতীয়দের জন্য তারা একটি নতুন অফার লঞ্চ করে দিলো যার মাধ্যমে আপনারা অত্যন্ত সস্তায় ২০০ টাকার কমে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জানিয়ে রাখি, এই রিচার্জ প্ল্যান একেবারে বড়দিনের কথা চিন্তা করে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি BSNL এর একটি স্থায়ী ১৯৯ টাকার প্ল্যান আছে।
BSNL এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই খবর সর্বপ্রথম শেয়ার করা হয়েছে। এই ১৯৯ টাকার প্ল্যানে আপনারা প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পাচ্ছেন। এই নেট আপনি 4G স্পিডেই ব্যবহার করতে পারবেন। এর সাথেই আপনি প্রত্যেকদিন ২৫০ মিনিট বিনামূল্যে লোকাল এবং এসটিডি কল করতে পারবেন। এছাড়াও থাকছে ১০০ টি প্রতিদিন এসএমএস করার সুযোগ। এই ১৯৯ টাকার প্ল্যানে আপনি ৩০ দিনের বৈধতা পেতে চলেছেন।
তবে শুধু এই একটি প্ল্যান নয়, BSNL এর সাথে আরো একটি প্ল্যান রিভাইস করে দিয়েছে। অপর প্ল্যানের দাম ৯৯৮ টাকা। আগে এখানে আপনি প্রত্যহ ২ জিবি করে ডেটা পেতেন। তবে এবারে আপনি এই প্ল্যান লঞ্চ করলে পাবেন প্রত্যেকদিন ৩ জিবি করে ডেটা। বিএসএনএলের এই ৯৯৮ টাকা প্ল্যান ২৪০ দিনের জন্য ভ্যালিড। কলকাতা সহ সারা ভারতবর্ষের জন্য এই নতুন প্ল্যান চালু করা হয়েছে। তবে মনে করা হচ্ছে, ১৯৯ টাকার প্ল্যান আপাতত শুধুমাত্র রাজস্থান সার্কেল এর জন্য চালু করা হয়েছে। যদিও কোম্পানির তরফ এ এই বিষয়ে কোন সদুত্তর দেওয়া হয়নি।