Latest Posts

সব প্রতীক্ষার অবসান, শহরে চালু হয়ে গেল BSNL এর 4G পরিষেবা

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারে বিএসএনএল কলকাতা চালু করে দিল ফোরজি পরিষেবা। তবে ফোরজি স্পেক্ট্রাম এখনো পর্যন্ত হাতে পাওয়া যায়নি, এই কারণে কলকাতা লাগোয়া তিনটি জেলার কয়েকটি অঞ্চলে 4G পরিষেবা চালু করা হয়েছে। এই অঞ্চল গুলির মধ্যে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলির কিছু কিছু অঞ্চল রয়েছে।

হাওড়ার ধুলাসিমলা, উলুবেড়িয়া, কুলগাছিয়া, অঙ্কুরহাটি, ডোমজুড়। হুগলির সিঙ্গুর এবং ডানকুনি। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার বজবজ, শিরকল এবং জুলপিয়া এলাকাতে এই পরিষেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার মাঝরাত থেকে এই পরিষেবা চালু করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই নতুন পরিষেবার জন্য টেলিকম সংস্থা ঐ সমস্ত এলাকায় ১০৭টি সাইট 4g তে নিয়ে গেছে।

তবে, এবার থেকে ওই সমস্ত এলাকার মানুষের কাছে বিএসএনএলের 2G এবং 4G পরিষেবা পাবেন আপনারা। পরিষেবা নিশ্চিত করার জন্য ওই সমস্ত অঞ্চলে সমস্ত গ্রাহককে বিনামূল্যে ফোরজি সিম অফার করছে বিএসএনএল। তবে, জানিয়ে রাখি যদি ওই এলাকার মানুষেরা তাদের সিম নিয়ে অন্য অঞ্চলে যান তাহলে নেট পরিষেবা 2G তে নেমে আসবে।

সংস্থা সূত্রে জানানো হয়েছে, ফোরজি পরিষেবার জন্য আগে থেকে ওই অঞ্চলে সরঞ্জাম কেনা ছিল। সেই সরঞ্জাম এর মাধ্যমে অত্যাধুনিক পরিষেবা চালু করা হয়েছে। এখনো পর্যন্ত তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ফোরজি স্পেক্ট্রাম গ্রহণ করতে পারেনি। পাশাপাশি লাদাখ সীমান্তে সংঘর্ষের পরে বিএসএনএল এর ক্ষেত্রে ফোরজি পরিষেবার পরিকাঠামো গড়ে তোলা অত্যন্ত সমস্যাজনক হয়ে গেছে। তবে ধীরে ধীরে তারা আবারো সবকিছু গুছিয়ে 4g পরিষেবা চালু করার দিকে নজর দিয়েছে।

Latest Posts

টেক নিউজ