প্যানডেমিক পরিস্থিতির কারণে সকলেই এখন বাড়ি থেকে কাজ করার জন্য বাধ্য হচ্ছেন। টেলিকম কোম্পানী গুলির এই কারণে তাদের সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে বেশ কিছু রয়েছে বিশেষত বাড়ি থেকে কাজ করেন যারা তাদের জন্য। এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান। এরমধ্যে আপনারা অত্যন্ত কম খরচে ১০০ জিবি পর্যন্ত ইন্টারনেট পেয়ে যেতে পারেন। অর্থাৎ আপনারা নিজের মোবাইল ডাটা ব্যবহার করে আপনার সমস্ত কাজ করতে পারবেন।
ভারতের সবথেকে বড় তিনটি টেলিকম সংস্থা jio, Airtel, Vodafone Idea এরকম বেশ কিছু প্ল্যান অফার করে। আসুন সেই প্ল্যান এর ব্যাপারে বিস্তারিত জানা যাক।
Jio ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান –
রিলায়েন্স জিওর এই ধরনের প্যাকে আপনারা সর্বাধিক ৫০ জিবি অবধি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন। এই ধরনের প্যাকের দাম শুরু হচ্ছে ১৫১ টাকা থেকে। এই প্যাক রিচার্জ করলে পাবেন ৩০ জিবি ডেটা বেনিফিট। এছাড়া রয়েছে ২০১ এবং ২৫১ টাকার প্ল্যান যেখানে আপনি ৪০ এবং ৫০ জিবি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন।
VODAFONE IDEA –
VI এর ইন্টারনেট ডাটা প্যাকেজ আপনারা ২৫১ টাকা রিচার্জ করলে ৫০ জিবি ইন্টারনেট পাবেন। এই প্যাকেজ ভ্যালিডিটি ২৮ দিনের জন্য। অন্যদিকে, ৩৫১ টাকার প্যাক রিচার্জ করালে ৫৬ দিনের জন্য পাবেন ১০০ জিবি ডেটা।
পাশাপাশি, ৩৫৫ টাকার প্যাক রিচার্জ করালে ২৫১ টাকার প্যাক এর মত বেনিফিট পাবেন কিন্তু সঙ্গে পাবেন ZEE5 প্রিমিয়াম মেম্বারশিপ।
AIRTEL –
ভারতী এয়ারটেলের কেবলমাত্র একটি ওয়ার্ক ফ্রম হোম প্যাক আছে। এটিতে আপনারা ২৫১ টাকা রিচার্জ করালে ৫০ জিবি ইন্টারনেট পাচ্ছেন।