বর্তমানে ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানি হয়ে উঠেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। গ্রাহকদের মধ্যে রিলায়েন্স জিওর ১.৫ জিবি, ২ জিবি এবং ৩ জিবি ডেটা প্ল্যানগুলি খুবই জনপ্রিয়। ভালো ইন্টারনেট স্পিড , সস্তা প্ল্যান এবং দুর্দান্ত কভারেজ এর জন্য রিলায়েন্স জিও হয়ে উঠেছে সকলের পছন্দের নেটওয়ার্ক।
জিও নেটওয়ার্কে একাধিক ভ্যালিডিটির প্ল্যান রয়েছে। এর মধ্যে সবথেকে জনপ্রিয় ৮৪ দিনের প্ল্যানগুলি। একেবারে দীর্ঘমেয়াদি প্ল্যান না হলেও, ৮৪ দিন খুব একটা কম সময় নয়। তাই গ্রাহকরা ৮৪ দিনের প্ল্যান সবথেকে বেশি ব্যবহার করে থাকেন। এই ভ্যালিডিটির অন্তর্গত রয়েছে তিনটি প্রিপেড প্ল্যান। আসুন দেখে নেওয়া যাক এই প্ল্যানগুলি কি কি এবং এগুলিতে আপনারা কি রকম বেনিফিট পেয়ে থাকেন।
১. রিলায়েন্স জিও ৫৫৫ টাকার প্ল্যান –
৮৪ দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যানের মধ্যে এই প্ল্যান সব থেকে সস্তা। আপনারা এই প্ল্যানে পেয়ে যাবেন প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ। এছাড়াও আপনারা পাবেন জিও থেকে নন জিও মোবাইলে কল করার জন্য বিনামূল্যে ৩০০০ মিনিট। এই প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিনের জন্য পেয়ে যাচ্ছেন ১২৬ জিবি ইন্টারনেট ডেটা। অর্থাৎ আপনার প্রতিদিন ৬ টাকা ৭০ পয়সা খরচ করলে পেয়ে যাবেন ১.৫ জিবি করে হাই স্পিড ইন্টারনেট ডেটা।
২. রিলায়েন্স জিও ৫৯৯ টাকার প্ল্যান –
রিলায়েন্স জিওর ৮৪ দিনের প্ল্যান তালিকার দ্বিতীয় প্ল্যান হল এটি। এতে আপনাদের জন্য প্রতিদিন অফার করা হয় ২ জিবি করে ইন্টারনেট ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এছাড়াও আপনারা পেয়ে যান জিও থেকে নন জিও মোবাইলে কল করার জন্য ৩০০০ মিনিট বিনামূল্যে। সঙ্গে জিও অ্যাপ্লিকেশন এর সাবস্ক্রিপশন তো থাকছেই। এই প্ল্যানে আপনারা পেয়ে যাচ্ছেন ৮৪ দিনের জন্য সর্বমোট ১৬৮ জিবি ডেটা। অর্থাৎ প্রতিদিন ৭ টাকা ১০ পয়সায় আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিদিন ২ জিবি করে হাইস্পিড ডেটা।
৩. রিলায়েন্স জিও ৯৯৯ টাকার প্ল্যান –
৮৪ দিনের প্ল্যানের মধ্যে সবথেকে দামি হলো এই প্ল্যানটি। এই প্ল্যানে আপনারা প্রতিদিন ৩জিবি করে ডেটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনারা ৮৪ দিনে পেয়ে যাচ্ছেন ২৫২ জিবি ডেটা। সঙ্গে আপনারা পাবেন প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং ৩,০০০ মিনিট জিও থেকে নন জিও কলিং এর সুবিধা। এছাড়াও জিও অ্যাপ্লিকেশন এর সাবস্ক্রিপশন আপনারা পাচ্ছেন। হঠাৎ আপনারা এই প্ল্যানে প্রতিদিন ১১ টাকা ৯০ পয়সা খরচ করলে পাচ্ছেন ৩ জিবি করে হাইস্পিড ডেটা।