টেলিকম জায়েন্ট ভারতী এয়ারটেল তাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অফার নিয়ে হাজির হয়েছে। ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসকে লক্ষ্য করে, এয়ারটেল তাদের ফাইবার নেটওয়ার্ক Airtel Xstream Fiber এর গ্রাহকদের জন্য অফার করছে অতিরিক্ত ১,০০০ জিবি অতিরিক্ত ডাটা। তবে এই অফার শুধুমাত্র নতুন কাস্টমারদের জন্য হবে, যারা আগামী ৩ দিনের মধ্যে নতুন এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার কানেকশন নেবেন। যদিও এয়ারটেল এর আগেও এরকম একটি অফার নিয়ে এসেছিল।
আজ থেকে এই অফার শুরু হয়ে গেছে এবং আগামী ২ দিনের জন্য কার্যকর থাকবে। যদি আপনারা এমন কোন শহরে থাকেন যেখানে এয়ারটেল Xstream ফাইবার পরিষেবা কাজ করে, তাহলে আপনি এই অফার পেয়ে যাবেন। তবে, যদি আপনি আনলিমিটেড ডাটা এবং প্রিপেড ব্রডব্যান্ড প্ল্যান গ্রহণ করেন, তাহলে এই ডেটা আপনি পাবেন না। কারণ এয়ারটেল প্ল্যান শুধুমাত্র নিয়ে এসেছে লিমিটেড ডেটা প্ল্যান এর ক্ষেত্রে।
দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এবং পুনে সহ ভারতের আরও বেশকিছু শহরে এই অফার চালু করা হয়েছে। তবে হায়দ্রাবাদ এবং গুজরাটের শহরগুলিতে এই অফার কাজ করবে না। কারণেই শহরগুলিতে এয়ারটেলের শুধুমাত্র আনলিমিটেড ডেটা প্ল্যান কাজ করে। বর্তমানে বাড়িতে ইন্টারনেট ব্যবস্থার অত্যধিক চাহিদা থাকায় এই নতুন প্ল্যান এয়ারটেল নিয়ে এসেছে বলে জানা গিয়েছে। এই নতুন প্ল্যান এর ফলে, ভারতীয় ব্রডব্যান্ড ব্যবস্থা নতুন সে ঘরে পৌঁছাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
ভ্যালিডিটি এবং অতিরিক্ত বেনিফিট –
আপনারা এই ১,০০০ জিবি অতিরিক্ত ডেটায় পাবেন ৬ মাসের ভ্যালিডিটি। তবে তার জন্য আপনাকে ন্যূনতম ৭৯৯ টাকার এয়ারটেল একসস্ট্রিম ফাইবার প্ল্যান কিনতে হবে। আপনি এই ফাইবার প্ল্যান এর সঙ্গে বিভিন্ন এয়ারটেল থ্যাংকস বেনিফিট, যেমন – উইনক মিউজিক এবং অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। তবে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি এয়ারটেল থ্যাংকস বেনিফিট থেকে Zee 5 প্রাইম মেম্বারশিপকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই জি 5 এর বেনিফিট আপনারা পাবেন না।