আমেরিকার সর্ব বৃহত্তম ওয়ারলেস ক্যারিয়ার Verizon এবং অনলাইন শপিং প্লাটফর্ম Amazon এবার হয়ে উঠতে চলেছে ভোডাফোন আইডিয়া নতুন ইনভেস্টর। এই দুটি কোম্পানি ভোডাফোন আইডিয়া একটি নির্দিষ্ট পরিমাণ অংশ ৪ বিলিয়ন মার্কিন ডলার এর থেকেও বেশি দামে কিনে নিতে চাইছে। এমনটাই উঠে এসেছে একটি মিডিয়া রিপোর্টে।
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরবর্তীতে ভোডাফোন আইডিয়া পক্ষে বর্তমানে ব্যবসা চালিয়ে যাওয়া খুব চাপের হয়ে পড়েছে। এবং সরকারের এই ঋণ মুকুব করা নিয়ে ভোডাফোন আইডিয়া বেশ চাপের মুখে রয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে টেলিকম কোম্পানি কে ১.৪ ট্রিলিয়ন টাকা ঋণ শোধ করার আদেশ দেওয়া হয় তাও ১০ বছরের মধ্যে। ফলে এই মুহূর্তে ভোডাফোন আইডিয়া পক্ষে এই বিশাল পরিমাণ ঋণ শোধ করা সমস্যাজনক। এই কারণেই নতুন বিনিয়োগকারী নেওয়ার পথে হাঁটতে চলেছে ভোডাফোন আইডিয়া।
বর্তমানে ভোডাফোন আইডিয়ার জন্য এরকম আর্থিক সাহায্য প্রয়োজন। এই আর্থিক সাহায্য পেলে তবেই তারা নিজেদের নেটওয়ার্ক আপগ্রেড করতে পারবে। বর্তমানে ভোডাফোন আইডিয়া সরকারের কাছে ৫০,৪০০ কোটি টাকা ঋণ নিয়ে রয়েছে। এই ঋণ মূলত লাইসেন্স ফি, স্পেক্ট্রাম চার্জ, ইন্টারেস্ট এবং পেনাল্টি। এছাড়া ওই কোম্পানি জুন কোয়াটারে ২৫,৪৬০ কোটি টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
অনলাইন শপিং প্লাটফর্ম অ্যামাজন ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি প্লাটফর্ম। অন্যদিকে, Verizon সরাসরি না যুক্ত থাকলেও এটি ভারতে তাদের মিডিয়া এবং অনলাইন ইউনিট Oath ইনকর্পোরেশন এর মাধ্যমে কাজ করে। Verizon কোম্পানিটি আগেও ভারতী এয়ারটেলের সঙ্গে যুক্ত হয়েছে। গত জুলাই মাসে এই কোম্পানিটি তাদের Bluejeans ভিডিও কনফারেন্সিং সার্ভিস চালু করেছিল ভারতে। সেই সময়েও এই কোম্পানিটি ভারতী এয়ারটেল এর সাথে যুক্ত হয়েছিল।
এখনো অবধি এই দুটি কোম্পানির তরফ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। ভোডাফোনের তরফ থেকে জানানো হয়েছে এই দুটি কোম্পানি এখনো তাদেরকে কোনরকম আর্থিক বিনিয়োগের কথা ঘোষণা করেনি। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, ভোডাফোন আইডিয়া খুব শীঘ্রই Verizon এবং Amazon এর থেকে আর্থিক বিনিয়োগ পেতে পারে।