ভারতে Jio ছাড়া আরো দুটি টেলিকম অপারেটর নেটওয়ার্ক বেশ ভালো ভাবেই নিজেদের ব্যবসা চালাচ্ছে। এই দুটি নেটওয়ার্ক হল এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। দুটি কোম্পানি বেশ কিছু দুর্দান্ত প্ল্যান অফার করে যেখানে তারা তাদের প্রতিদ্বন্দ্বীকে টক্কর দিতে একের পর এক বেনিফিট দিয়ে চলেছে। ২০২০ সালে তারা লঞ্চ করেছে বেশ কিছু দুর্দান্ত প্ল্যান। তারই মধ্যে ৩০০ টাকার কমে তাদের কাছে রয়েছে এমন দুটি প্ল্যান যেগুলি মার্কেটে অত্যন্ত জনপ্রিয়। চলুন দেখে নেওয়া যাক কি কি বেনিফিট আপনারা পাচ্ছেন এই দুটি নেটওয়ার্কের থেকে।
এয়ারটেল এর ২৯৮ টাকার প্ল্যান আপনাকে অফার করছে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট। এছাড়াও থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুবিধা। অন্যদিকে আপনারা এই প্লান রিচার্জ করলে Airtel Xstream এবং Wynk মিউজিকের সাবস্ক্রিপশন এবং একাধিক ফ্রী অনলাইন কোর্স এর সুবিধা পাবেন। আপনারা airtel thanks অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি রিচার্জ করেন তাহলে ৫০ টাকা ও ২ জিবি অতিরিক্ত ডাটা ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে Vi বা ভোডাফোন আইডিয়া ২৯৯ টাকায় অফার করে একটি ডবল ডেটা প্রিপেড প্ল্যান। এই প্লান রিচার্জ করলে আপনারা উইকেন্ড ডেটা রোলওভার এর ফেসিলিটি পাবেন। জানিয়ে রাখি, এই প্ল্যান যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন ৪ জিবি করে ইন্টারনেট। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন এবং আপনারা আনলিমিটেড টকটাইম পেয়ে যাবেন এই প্লান রিচার্জ করলে। এছাড়াও যারা এমপিএল ব্যবহার করেন তাদের জন্য ক্যাশ বোনাস থাকতে চলেছে। পাশাপাশি জোমাটো থেকে খাবার অর্ডার করলেও পাবেন দুর্দান্ত বেনিফিট।