ফোন রিচার্জ করানোর সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে সস্তা প্লান পছন্দ করে থাকি। মানুষ চান এমন একটি প্ল্যান, যাতে খুব সস্তায় সবথেকে বেশি ফায়দা পাওয়া যায়। বর্তমানে একটি কোম্পানি অন্য কোম্পানিকে টক্কর দেবার জন্য প্রত্যেকদিন নিত্য নতুন প্ল্যান নিয়ে গ্রাহকদের সামনে আসছে। আপনারা হয়তো জেনে অবাক হবেন, জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক ব্র্যান্ড Airtel এমন একটি প্ল্যান অফার করে যেখানে মাত্র ১৯ টাকার বিনিময় আপনারা পেয়ে যান আনলিমিটেড কলিং এবং ইন্টারনেট ডেটা।
আসুন এয়ারটেলের এই দুর্দান্ত প্লান এর ব্যাপারে জেনে নেওয়া যাক। আর জানা যাক মাত্র ১৯ টাকার বিনিময়ে আপনারা কি কি বেনিফিট পাচ্ছেন।
Airtel এর ১৯ টাকার প্ল্যান :
ভারতী এয়ারটেলের এই নতুন ‘ Truly Unlimited’ প্লানে আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড কলিং। এই বিশেষ প্ল্যানের আসল বেনিফিট হল এর আনলিমিটেড কলিং। কারণ এত কম দামের মধ্যে আনলিমিটেড কল অত্যন্ত দুর্দান্ত বেনিফিট।
তবে, গ্রাহকদের কাছে এই প্ল্যানের ভ্যালিডিটি একটি সমস্যা হতে পারে। ১৯ টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি মাত্র ২ দিন। তাই যেকোনো এয়ারটেল গ্রাহক ১৯ টাকা রিচার্জ করিয়ে ২ দিনের জন্য বিনামূল্যে কথা বলতে পারেন। সাথে এই প্ল্যানে ২০০ এমবি ডেটা থাকছে। ২ দিনের জন্য এই ২০০ এমবি ডেটা আপনি পাবেন। তবে কোনো ফ্রী এসএমএস ফেসিলিটি কিন্তু এই প্ল্যানের সঙ্গে নেই।