ভারতের টেলিকম মার্কেটে বর্তমানে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা দিন প্রতিদিন বেড়েই চলেছে। প্রতিদিন গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসছে টেলিকম সংস্থাগুলি। এবারে Airtel তাদের গ্রাহকদের জন্য একেবারে বিনামূল্যে 6 জিবি পর্যন্ত ইন্টারনেট অফার নিয়ে চলে এসেছে।
এয়ারটেল বর্তমানে তাদের গ্রাহকদের 6 জিবি ডাটা একেবারে বিনামূল্যে দিচ্ছে তবে সেটা হল ডাটা কুপন এর মাধ্যমে। এই ডাটা কুপন আপনাকে দেবে 1 জিবি করে ইন্টারনেট। আপনি সর্বমোট 6 টি ডাটা কুপন পেতে পারেন। অর্থাৎ আপনি সর্বাধিক 6 জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এই অফার কতদিন পর্যন্ত চলবে তা কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি।
বিনামূল্যে ডাটা পাওয়ার জন্য আপনাদের এয়ারটেল থ্যাংকস এপ্লিকেশন ইন্সটল করতে হবে। সেখান থেকে মাই কুপন নামক একটি অপশন আপনি পাবেন। সেখানে ক্লিক করলে আপনারা নিজের কুপন দেখতে পাবেন। এই কুপন পাবার জন্য আপনাকে আনলিমিটেড কলিং এবং ডাটা কম্ব প্যাক রিচার্জ করতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এয়ারটেলের পোর্টফলিওতে এরকম বহু রিচার্জ প্ল্যান রয়েছে। যদি আপনি 249 টাকা রিচার্জ করেন তাহলে এয়ারটেল আপনাকে একটি অথবা দুটি ডাটা কুপন অফার করবে। তবে এই ডেটা কুপন সর্বাধিক আপনি 6 টি পেতে পারেন। এবং আপনাকে 219 টাকার বেশি রিচার্জ করতেই হবে এই কুপন পাওয়ার জন্য।