ভারতের অন্যতম বড় টেলিকম কোম্পানি এয়ারটেল বিভিন্ন শহরে তাদের Airtel Xtream ফাইবার প্ল্যান এর অফার গুলিকে পরিবর্তন করেছে। এই শহরগুলিতে এয়ারটেল বিভিন্ন লোকাল ক্যাবল অপারেটরদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতো। কোম্পানির প্রথম কোয়ার্টারের রিপোর্ট থেকে স্পষ্ট হয়েছে, এয়ারটেল বর্তমানে দেশের ১৪ টি শহরে লোকাল কেবল অপারেটরদের সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে। এই পরিষেবায় ইন্টারনেটের স্পিড থাকে ১৬ এমবিপিএস থেকে ৩০০ এমবিপিএস এর মধ্যে। এবং এখানে প্ল্যানের দাম হয় ৫৯৯ থেকে ১৫৯৯ টাকার মধ্যে। অন্যদিকে যেখানে এয়ারটেল ফাইবার সরাসরি গ্রাহক পরিষেবা দিতে সক্ষম হয় সেখানে ইন্টারনেটের স্পিড থাকে ১০০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস অবধি এবং এখানে প্ল্যানের দাম হয় ৭৯৯ থেকে ৩৯৯৯ টাকা অবধি।
প্ল্যানে কিরকম কি পরিবর্তন করা হল –
এবার থেকে এয়ারটেল সেই সমস্ত শহরেও তাদের PAN ইন্ডিয়া প্ল্যান প্রদান করবে যেখানে তারা কেবল অপারেটরদের সঙ্গে যুক্ত। কিছুদিন আগে অব্দি, এয়ারটেল এখানে অ্যাডভান্স রেন্টাল প্ল্যান অফার করত। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এয়ারটেলের ১ জিবিপিএস প্ল্যান অফার করা হবে না, পরিবর্তে আপনারা অন্যান্য প্ল্যানগুলি পেয়ে যাবেন।
জেনে নেওয়া যাক কিরকম এই প্ল্যানগুলি –
এয়ারটেল বর্তমানে তাদের PAN ইন্ডিয়া অফারে চারটি প্ল্যান অফার করে থাকে। এর মধ্যে রয়েছে – বেসিক, এন্টারটেইনমেন্ট, প্রিমিয়াম এবং ভিআইপি।
১. বেসিক প্ল্যানে আপনারা প্রতিমাসে ৭৯৯ টাকায় সর্বাধিক ১০০ এমবিপিএস গতিতে ১৫০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
২. এন্টারটেইনমেন্ট প্ল্যানে ৯৯৯ টাকায় সর্বাধিক ২০০ এমবিপিএস গতিতে ৩০০ জিবি ইন্টারনেট ব্যবহার করা যায়।
৩. অন্যদিকে যদি প্রিমিয়াম প্ল্যান ব্যবহার করেন তাহলে আপনাকে দিতে হবে প্রতিমাসে ১,৪৯৯ টাকা এবং তার বিনিময় আপনি সর্বাধিক ৩০০ এমবিপিএস গতিতে ৫০০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
৪. এবং সব থেকে শেষ প্ল্যান অর্থাৎ ভিআইপি প্ল্যানে আপনারা প্রতিমাসে ৩,৯৯৯ টাকা দিলে সর্বাধিক ১ জিবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তবে এই প্ল্যান নিলে আপনার কোনরকম ডেটা লিমিট থাকবে না। আপনি নিজের ইচ্ছে মত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
কোন কোন জায়গায় চালু হবে নতুন প্ল্যান –
যে জায়গায় আগে থেকে অ্যাডভান্স রেন্টাল প্ল্যান চালানো হতো সেখানে সেখানে এই নতুন প্ল্যান নিয়ে আসা হবে। আগে এয়ারটেল দেশের বিভিন্ন সেক্টরে এই প্ল্যান অফার করত। এর মধ্যে ছিল আলওয়ার, বারেলি, দেরাদুন, জম্মু, কাটরা, নাসিক, প্রয়াগরাজ, রাজামূন্দ্রি এবং সিকার। গত জুন মাসে এয়ারটেল তাদের প্রসার আরো বৃদ্ধি করেছে। এবং বর্তমানে এই সার্ভিস প্রোভাইডারটি আগের জায়গাগুলির পাশাপাশি গোরখপুর, জগদ্ধাত্রী, ঝাঁসি, যোধপুর, কাকিনাড়া, কোলাপুর, সিমলা, তাঞ্জোর এবং যমুনানগরে তাদের রেন্টাল প্ল্যান অফার করে।
এই নতুন অফার নিয়ে ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও গোপাল ভিত্তাল জানান, এই সমস্ত শহরে চলতে থাকা লোকাল কেবল অপারেটর মডেলের প্রথম কোয়ার্টারের রেভিনিউ দেখে তারা PAN ইন্ডিয়া প্ল্যান অফার করা শুরু করেছে। এই প্ল্যান নিয়েও তারা বেশ আশাবাদী রয়েছেন।