5G নেটওয়ার্ক সিস্টেম আমাদের অদূর ভবিষ্যৎ। বেশিরভাগ টেলিকম সংস্থাগুলি ভারতে 5G কানেক্টিভিটি আনার জন্য কাজে লেগে পরেছে। দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল তাদের 5G সার্ভিস তৈরি করার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ইউরোপিয়ান কোম্পানি Nokia ও Ericsson এর থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানেই শেষ নয়, Nokia ও Ericsson কোম্পানিগুলি ভারতের কারখানা গুলিতেই জিনিসপত্র তৈরির ঘোষণা করেছে।
বর্তমানের করোনা প্যানডেমিক পরিস্থিতিতে ভারতের অর্থনীতিতে ধস নেমেছে। দেশের টেলিকম সংস্থাগুলি অর্থনীতির একটিং অন্যতম প্রধান স্তম্ভ হিসাবে ধরে নেওয়া যায়। এই পরিস্থিতিতে ভারতের বাজারে তৈরি Nokia ও Ericsson কোম্পানির 5G সার্ভিস এর জিনিসপত্র টেলিকম সংস্থাগুলি কিনলে অর্থনীতি কিছুটা হলেও চাঙ্গা হবে। ভারতী এয়ারটেলের চিফ টেকনোলজি অফিসার রণদীপ সেখন বলেছেন, দেশীয় অর্থনীতি চাঙ্গা রাখতে ডিজিটাল ইন্ডিয়া তৈরিতে ভারত সরকারের সাথে হাত মেলানো উচিত সমস্ত টেলিকম সংস্থাগুলির। তিনি আরো বলেছেন, Nokia ও Ericsson সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন রেডিও, কোর ও বিভিন্ন ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট, তাদের স্থানীয় ভারতের কারখানাতে তৈরি করেই এয়ারটেলকে বিক্রি করবে।
প্রসঙ্গত, এতদিন যাবৎ এয়ারটেল চীনা কোম্পানি Huawei ও ZTE এর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনত। কিন্তু বর্তমানে ভারতজুড়ে চীনা পণ্য বর্জনের কথা মাথায় রেখে এয়ারটেল Huawei এর থেকে সম্পূর্ণভাবে জিনিস কেনা বন্ধ করে দিয়েছে। তারা ইতিমধ্যেই রাজস্থান সার্কেলের কাজের জিনিস Huawei থেকে নেওয়া বন্ধ করে, Ericsson থেকে কিনছে।
এয়ারটেল ইতিমধ্যেই ভারতে 5G কানেক্টিভিটি নিয়ে আসার জন্য অনেকটাই প্রস্তুত। তাদের কাজ অনেকটাই এগিয়ে আছে। কোম্পানির এক এক্সিকিউটিব বলেছেন, ভারত সরকার যত তাড়াতাড়ি 5G নেটওয়ার্কের জন্য E ব্যান্ড ও V ব্যান্ড স্পেক্ট্রামের অনুমতি দিচ্ছে, তত তাড়াতাড়ি তারা 5G আনতে সক্ষম হবে। পুরো দেশজুড়ে 5G আনতে যন্ত্রপাতি কেনার জন্য অনেক টাকার বিনিয়োগ করতে হবে। সেই যন্ত্রপাতিগুলি যদি নিজের দেশের কারখানাতেই তৈরি হয়, তাহলে দেশের অর্থনীতিতে এর প্রভাব অনিবার্য।