করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ ঘরবন্দি এবং অনেকেই অফিসে না গিয়ে বাড়ি থেকেই কাজ করছে। ফলে স্বভাবতই সব মানুষের মধ্যেই ইন্টারনেট ডাটা বেশি করে ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। তাই দেশের জনপ্রিয় টেলিকম কোম্পানিগুলি গ্রাহকদের চাহিদা মতো ইন্টারনেট ডাটা প্ল্যান লঞ্চ করছে। আজকের এই প্রতিবেদনে Jio, Airtel এবং Vi লং টার্ম প্ল্যান সম্বন্ধে জেনে নিন।
১) রিলায়েন্স জিও ২৫৯৯ টাকার প্ল্যান:
জনপ্রিয় টেলিকম সার্ভিস প্রোভাইডার কোম্পানি রিলায়েন্স জিও গ্রাহকদের চাহিদা মত প্ল্যান বার করার চেষ্টা করে। এই ২৫৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৭৩০ জিবি ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন। প্ল্যানটি ৩৬৫ দিন বা এক বছরের জন্য উপলব্ধ। অর্থাৎ গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন। এছাড়াও আরও ১০ জিবি অতিরিক্ত ডাটা দেবে কোম্পানি। সুতরাং এক বছরে গ্রাহক পাবেন মোট ৭৪০ জিবি ডাটা। এছাড়াও জিও টু নন জিও কল ১২ হাজার মিনিটের জন্য করা যাবে। এছাড়াও গ্রাহকরা প্রতিদিন ১০০ টি এসএমএস করতে পারবে। এই প্ল্যানের সাথে ১ বছরের Disney+hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
২) এয়ারটেল ২৬৯৮ টাকার প্ল্যান:
এয়ারটেল ২৬৯৮ টাকার প্ল্যানে গ্রাহকরা ৭৩০ জিবি ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন। প্ল্যানটি ৩৬৫ দিন বা এক বছরের জন্য উপলব্ধ। অর্থাৎ গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন। এই প্ল্যানের সাথে যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে সারাবছর কল করতে পারবেন গ্রাহকরা। এই প্যাক কিনলে এক বছরের জন্য Disney+hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে উপভোগ করা যাবে। এছাড়াও Fastag কিনলে ১৫০ টাকা অব্দি ছাড় পাওয়া যাবে।
৩) ভোডাফোন আইডিয়া (Vi) ২৫৯৯ প্ল্যান:
Vi ২৫৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৭৩০ জিবি ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন। প্ল্যানটি ৩৬৫ দিন বা এক বছরের জন্য উপলব্ধ। অর্থাৎ গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন। এই প্ল্যানের সাথে যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে সারাবছর কল করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও প্রতিদিন ১০০ এসএমএস করতে পারবে গ্রাহকরা। এছাড়াও ১ বছরের Zee5 প্রিমিয়াম সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।