ভারতের অন্যতম বড় টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। নিজের আগের অবস্থান আবারো ফিরে পেতে বেশ মরিয়া চেষ্টা করছে এয়ারটেল। এয়ারটেল এর কাছে বেশ কিছু টপ-আপ ভাউচার রয়েছে সেগুলি টকটাইম বেনিফিট এবং ডাটা বেনিফিট দিয়ে থাকে। এয়ারটেল এর কাছে অনেক ধরনের কাস্টমার রয়েছে। এবং তাদের প্রয়োজনকে পূরণ করার জন্য এয়ারটেলের কাছে রয়েছে অনেকগুলি প্রিপেড প্ল্যান। এই প্রিপেড প্ল্যান এর মধ্যে একটি প্ল্যানে আপনারা পেয়ে যান মাত্র ৪.১৫ টাকায় ১ জিবি ডেটা। সঙ্গে আপনারা পেয়ে যান প্রত্যেকটি নেটওয়ার্কে ট্রুলি আনলিমিটেড কল। আসুন এই প্ল্যানের ব্যাপারে জেনে নেওয়া যাক।
এয়ারটেল ব্যবহারকারীরা এই বিশেষ প্ল্যানে ১ জিবি ডেটা পেয়ে যাবেন। এয়ারটেল এর ৬৯৮ প্ল্যানের সঙ্গে আপনারা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস এর সুবিধা। এই প্লানের ভ্যালিডিটি ৮৪ দিনের এবং আপনারা প্রত্যেকটি নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ফিচার পেয়ে যাবেন এর সাথে।
এয়ারটেল গ্রাহকরা এই প্ল্যান গ্রহণ করলে Airtel Xstream Premium সাবস্ক্রিপশন পেয়ে যাবেন এক বছরের। এর সঙ্গে থাকবে Shaw Academy – র সাবস্ক্রিপশন। এছাড়াও আপনারা বিনামূল্যে উইনক মিউজিক, হ্যালো টিউন এবং FASTag ট্রান্জাক্শন-এ ১৫০ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন।
রিলায়েন্স জিওর ৫৯৯ টাকার প্ল্যানের সঙ্গে এই প্ল্যানের তুলনা করা যায়। জিওর প্ল্যানে আপনারা প্রতিদিন ২ জিবি করে ডাটা পেয়ে যান ৮৪ দিনের জন্য। কিন্তু জিওর প্ল্যানে কোনরকম ট্রুলি আনলিমিটেড কল এর ফেসিলিটি নেই। এবং জিও নেটওয়ার্কে আপনারা ৩.৫ টাকা খরচ করলে ১ জিবি নেট পেয়ে যাবেন। অন্যদিকে এয়ারটেল নেটওয়ার্ক ৪.১৫ টাকা খরচ করলে পাবেন ১ জিবি নেট, ট্রু আনলিমিটেড কল এবং আরো অনেক বেনিফিট।