ভারতের অগ্রণী টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল তাদের কাস্টমারদের জন্য ১১ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে। এই অফার শুধুমাত্র এয়ারটেল 4G কাস্টমারদের জন্য আনা হয়েছে এবং এর মধ্যে আপনি ৫ জিবি ডেটা পেয়ে যাবেন শুধুমাত্র এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই।
যদি আপনি নতুন কোনো সিম কিনে থাকেন অথবা একটি নতুন ফোরজি ফোন ব্যবহার করছেন বর্তমানে তাহলে আপনাকে শুধুমাত্র এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনার ফোনে। তারপরে আপনি বিনামূল্যে ৫ জিবি ডেটা পেয়ে যাবেন। যদিও শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য এই অফার কাজ করবে।
আপনি এই ৫ জিবি ডেটা পাবেন ১ জিবির ৫ টি কুপন হিসেবে। পাশাপাশি, নতুন ফোন নাম্বার অ্যাক্টিভেট হওয়ার ৩০ দিনের মধ্যে আপনাকে এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশন ব্যবহার শুরু করতে হবে। তারপর আপনার মাই কুপন সেকশনে এই সমস্ত ডেটা কুপন চলে যাবে।
অন্যদিকে, এয়ারটেল তাদের ব্যবহারকারীদের জন্য দিচ্ছে আরো ৬ জিবি ইন্টারনেট। এই নতুন অফারে এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য বিনামূল্যে ২,৪ এবং ৬ জিবি ইন্টারনেট দিচ্ছে। তবে এর জন্য আপনাকে রিচার্জ করাতে হবে একটি বিশেষ অ্যামাউন্টের। ৬ জিবি ইন্টারনেট বিনামূল্যে পেতে হলে আপনাকে রিচার্জ করতে হবে ৫৯৮ টাকার প্ল্যান। এই প্ল্যান ৮৪ দিনের জন্য বৈধ থাকে।
এই প্লান রিচার্জ করালে আপনার কাছে আসবে একটি ৬ জিবি ইন্টারনেট কুপন। ইন্টারনেট কুপন আপনি নিজের ইচ্ছে মত যে কোন সময় রিচার্জ করিয়ে ফেলতে পারবেন।
আবার ২১৯ টাকার রিচার্জ প্ল্যান গ্রহণ করলে আপনারা ২ জিবি ইন্টারনেট বিনামূল্যে পেয়ে যাবেন। এই রিচার্জ করলে গ্রাহকরা পাবে দুটি কুপন। এই দুটি কুপনের বৈধতা ২৮ দিনের জন্য। অন্যদিকে আবার যদি ৩৯৯ টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলে আপনি ৪ জিবি ইন্টারনেট বিনামূল্যে পাবেন। এছাড়া এই প্ল্যানের বৈধতা ৫৬ দিন।