গ্রাহকদের লম্বা লম্বা প্রিপেড প্ল্যান অফার করে থাকে ভারতের অন্যতম বড় টেলিকম কোম্পানি Airtel। এই কোম্পানির পোর্টফোলিওতে অনেক ধরণের প্ল্যান রয়েছে। তবে এয়ারটেলের সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হলো কম টাকার মধ্যে আকর্ষণীয় কিছু প্ল্যান বেনিফিট। এতে আপনারা ইন্টারনেটের সঙ্গে ফ্রি কলিং এর সুবিধা পেয়ে থাকেন। আপনাদের জানিয়ে রাখি মাত্র ১৯ টাকা থেকে এই টেলিকম কোম্পানির সমস্ত প্ল্যান শুরু হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক ৮০ টাকার কমে Airtel কি কি রিচার্জ প্ল্যান অফার করে।
১) Airtel এর ১৯ টাকার প্ল্যান তাদের পোর্টফোলিও সবথেকে আকর্ষনীয় একটি প্ল্যান। এতে আপনারা ট্রুলি আনলিমিটেড বেনিফিট পেয়ে যেতে চলেছেন। দেশের যে কোন নেটওয়ার্কে আপনারা পাবেন আনলিমিটেড কলিং এর সুবিধা। এছাড়াও দুইদিনের ভ্যালিডিটি সহ আপনারা পেয়ে যেতে চলেছেন ২০০ এমবি ইন্টারনেট। এছাড়াও আপনাদের জন্য থাকছে এসএমএস বেনিফিট।
২) Airtel এর ৪৯ টাকার রিচার্জ প্ল্যান এর মাধ্যমে আপনি ২৮ দিনের জন্য পাবেন ৩৮.৫২ টাকা টকটাইম। এছাড়া আপনাদের জন্য থাকছে ১০০ এমবি ইন্টারনেট। পাশাপাশি আপনারা এসএমএস বেনিফিট পেয়ে যেতে চলেছেন এই প্লান রিচার্জ করলে।
৩) এয়ারটেলের ৭৯ টাকার প্যাক একটি স্মার্ট রিচার্জ প্যাক। এতে আপনারা ২০০ এমবি ইন্টারনেট পাচ্ছেন। তার সাথেই থাকছে ২৮ দিনের জন্য ৬৪ টাকার টকটাইম। এছাড়াও লোকাল এবং এসটিডি কল এর জন্য কোম্পানি প্রতি মিনিটে চার্জ করে ৬০ পয়সা করে।