Airtel এর এই চমকপ্রদক প্ল্যানে আপনারা পেয়ে যাবেন অত্যন্ত সংস্থায় আনলিমিটেড কলিং এবং ডেইলি ডাটা সুবিধা। বর্তমানে এয়ারটেলের পোর্টফলিওতে বেশ কিছু দুর্দান্ত প্ল্যান আছে। তবে ইউজারদের মধ্যে বেশ কিছু প্ল্যান এর ডিমান্ড অনেক। এই কারণে কম দামে যেই প্ল্যান বেশি ইন্টারনেট অফার করে সেই সমস্ত প্ল্যান একের পর এক জনপ্রিয় হয়ে চলেছে। বর্তমানে যে প্ল্যানপ্রচলিত আছে তার মধ্যে ডেইলি ডাটা লিমিট শেষ হয়ে গেলে আপনারা ডাটাপ্যাক ব্যবহার করতে পারেন। এইগুলির দাম শুরু হয় মাত্র 48 টাকা থেকে এবং এতে আপনারা পেয়ে যাচ্ছেন 50 জিবি ইন্টারনেট। এছাড়াও বিভিন্ন অ্যাপের ফ্রী সাবস্ক্রিপশন আপনারা পাচ্ছেন।
এয়ারটেলের 48 টাকার প্যাকেজ
এরমধ্যে আপনারা 28 দিনের জন্য 3 জিবি ডেটা ব্যবহার করতে পারছেন। ব্যবহারকারীরা 48 টাকা ডাটা প্যাকেজ 6 জিবি ডাটা সুবিধা পাবেন। অর্থাৎ আপনাদের অতিরিক্ত 3 জিবি ডাটা অফার করা হবে। আপনাদের জানিয়ে রাখি, এই রিচার্জ প্ল্যান এর বৈধতা বর্তমান প্লেনের বৈধতা শেষ হওয়া পর্যন্ত থাকবে।
এয়ারটেল 78 টাকা ডাটা প্যাক
এখানে আপনারা সর্বমোট 5gb ইন্টার্নেট পেয়ে যাবেন। এছাড়া আপনাদের জন্য থাকছে উইনক মিউজিক এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন। তবে এখানে কোন ভ্যালিডিটি থাকবে না। এটির বৈধতা আপনার বর্তমান প্ল্যানের বৈধতার সঙ্গে একই রকম থাকবে।
এয়ারটেল 248 টাকার প্যাক
এখানে আপনারা পাবেন 25 জিবি ইন্টারনেট। এই প্যাকেজে কোন আলাদা করে বৈধতা দেওয়া হয়নি। আপনার বর্তমান প্ল্যান যতদিন থাকবে ততদিন এটি ভ্যালিড থাকবে। এক বছরের জন্য উইনক মিউজিক এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনি পাবেন।
এয়ারটেল 251 টাকার প্যাক
এই প্যাকেজ যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনি পেয়ে যাবেন 50 জিবি ইন্টারনেট। তার সাথে আপনার বর্তমান প্লান বৈধতা পর্যন্ত এটি চলবে। লকডাউন এর সময় এই সংস্থা এই বিশেষ রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে আসে।