ভারতী এয়ারটেল প্রিপেড গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। এই অফারে ক্রিকেটের নতুন মরশুমে এয়ারটেল তাদের ব্যবহারকারীদের জন্য নতুন করে কিছু অফার নিয়ে এসেছে। এতে প্রিপেইড গ্রাহকরা বিনামূল্যে ইন্টারনেট পেয়ে যাবেন। আসুন জেনে নেই আপনি কিভাবে ৬ জিবি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন।
জানিয়ে রাখি, এই নতুন অফারে এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য বিনামূল্যে ২,৪ এবং ৬ জিবি ইন্টারনেট দিচ্ছে। তবে এর জন্য আপনাকে রিচার্জ করাতে হবে একটি বিশেষ অ্যামাউন্টের। ৬ জিবি ইন্টারনেট বিনামূল্যে পেতে হলে আপনাকে রিচার্জ করতে হবে ৫৯৮ টাকার প্ল্যান। এই প্ল্যান ৮৪ দিনের জন্য বৈধ থাকে।
এই প্লান রিচার্জ করালে আপনার কাছে আসবে একটি ৬ জিবি ইন্টারনেট কুপন। ইন্টারনেট কুপন আপনি নিজের ইচ্ছে মত যে কোন সময় রিচার্জ করিয়ে ফেলতে পারবেন।
আবার ২১৯ টাকার রিচার্জ প্ল্যান গ্রহণ করলে আপনারা ২ জিবি ইন্টারনেট বিনামূল্যে পেয়ে যাবেন। এই রিচার্জ করলে গ্রাহকরা পাবে দুটি কুপন। এই দুটি কুপনের বৈধতা ২৮ দিনের জন্য। অন্যদিকে আবার যদি ৩৯৯ টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলে আপনি ৪ জিবি ইন্টারনেট বিনামূল্যে পাবেন। এছাড়া এই প্ল্যানের বৈধতা ৫৬ দিন।