ভারতের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel একগুচ্ছ লোভনীয় প্রিপেড প্ল্যান নিয়ে গ্রাহকদের কাছে আসছে। এখানে আপনারা আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং তার সঙ্গে বিপুল পরিমাণ ইন্টারনেট পেয়ে থাকেন। আপনাদের জানিয়ে রাখি ব্যবহারকারীদের নজর সব সময় থাকে কম খরচে অতিরিক্ত ডাটা যুক্ত প্লান এর উপরে। তার সঙ্গে যদি আনলিমিটেড কলিং বেনিফিট এবং OTT প্ল্যাটফর্ম পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা।
বর্তমানে এয়ারটেল এর ধারে কাছে এমন কোন কোম্পানি নেই যা এর থেকে ভালো ইন্টারনেটের স্পিড দিতে পারে। Airtel বর্তমানে আপনাকে অফার করে বেশ কিছু প্রিপেড রিচার্জ প্ল্যান। এর মধ্যে 398 টাকা রিচার্জ প্ল্যান আপনি নিশ্চয়ই গ্রহণ করতে পারেন।
398 টাকার প্ল্যান আপনাকে দেবে 28 দিনের বৈধতা। তার সাথে থাকছে 3gb হাই স্পিড ইন্টারনেট। দেশের যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা থাকছে। তার পাশাপাশি প্রত্যেকদিন 100 টা করে এসএমএস আপনি পাঠাতে পারবেন। তবে সবথেকে আকর্ষনীয় বিষয় হলো 30 দিনের জন্য অ্যামাজন প্রাইম ভিডিও এর ফ্রি সাবস্ক্রিপশন। এছাড়াও Wynk Music এবং Airtel Xstream এর ফ্রি সাবস্ক্রিপশন আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা যদি Fastag ক্রয় করেন তাহলে 100 টাকা ক্যাশব্যাক পাবেন।