সোশ্যাল মিডিয়ায় মাঝেমাঝেই আমরা গাড়ির হাস্যকর এক্সিডেন্টের ভিডিও দেখতে পায়। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা সম্পূর্ণভাবে অন্যরকম এবং আপনারা এর আগে কখনো দেখেননি। এই ভাইরাস ভিডিওতে দেখা যাচ্ছে পার্কিং করা গাড়ি একে অপরের মাথায় চড়ে বসে আছে। কি শুনে আশ্চর্য হলেন তো! এমনই ঘটনা ঘটেছে UK এর মানিংগট্রি শহরে। ভিডিওটিতে প্রিমিয়াম গাড়ি Porsche Taycan দেখা গিয়েছে।
ভাইরাল ভিডিওটি সবচেয়ে খারাপ গাড়ি পার্কিং এর উদাহরণ হিসেবে আপনার সারা জীবন মনে থাকবে। ভিডিওটি বাড়ির বাইরে লাগানো সিসিটিভি থেকে পাওয়া গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন চালক তার নতুন গাড়ি Porsche Taycan নিয়ে এসে একটি উঁচু জায়গায় পার্কিং করছে। কিন্তু গাড়ি দাঁড় করানোর পরেও ভুল করে এক্সিলেটরে চাপ দিয়ে তার গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে তার গাড়িটি একটি দেয়াল টপকে অন্য গাড়ির ছাদে এসে পরে। ভিডিওটি এক মুহূর্তের জন্য দেখলে আপনার হাসি পেয়ে যাবে।
Ooooops 😂🤣😂 pic.twitter.com/GwbwWWLO8l
— Andy 💪🏼 (@oldschoolbiker4) November 19, 2020
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, Porsche Taycan গাড়িটি মাত্র ৫ দিন আগে কিনেছিল চালক। এই গাড়ি মাত্র ২.৮ সেকেন্ডে ০-৬২ mph যেতে পারে। গাড়িটির দাম প্রায় ভারতীয় মূল্য ৪৩ লাখ টাকা। সোশ্যাল মিডিয়ায় গাড়ির এক্সিডেন্টের ভিডিও পোস্ট করলেই ভিডিওটি বেশ ভাইরাল হয়। এরইমধ্যে ৪.৩ মিলিয়ন লোক টুইটারে ভিডিওটি দেখে নিয়েছে।