Flipkart sale এ আজ ই কিনে নিন Samsung এর জনপ্রিয় ফোনগুলি কম দামে। Samsung এর প্রচলিত ফোন Samsung Galaxy A51 কে গ্রাহক এই সেলে কিনতে পারবেন ৩০০০ টাকা ছাড়ের সাথে। এছাড়া রয়েছে বহু নতুন অফার। চলুন জানা যাক ফোনগুলির অফার সম্পর্কে,
অফার
Samsung এর জনপ্রিয় ফোন Samsung Galaxy A51 এর ৬জিবি+১২৮ জিবি বিকল্পটিকে গ্রাহক কিনতে পারবেন ৩০০০ টাকা ছাড়ের সাথে। এই ছাড়ের পরে ফোনটির দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা। ই কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে গ্রাহক কিনতে পারবেন ফোনটিকে। এছাড়া রয়েছে ১০% ছাড় ICICI Bank এর ক্রেডিট কার্ড ব্যবহারের ওপরে। অন্যদিকে রয়েছে ১৩,০০০ টাকার এক্সচেঞ্জ অফার ও। এই এক্সচেঞ্জ অফারের জন্য গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন ৯,৯৯৯ টাকায়।
স্পেসিফিকেশন
Samsung এর এই নতুন ফোন Galaxy A51 তে দেওয়া হয়েছে ৬.৫০ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ৬ জিবি র্যামের এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে এক্সিনস ৯৬১১ প্রসেসর।
ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যেখানে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, ১২ মেগাপিক্সেলের একটি অ্যাল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য ফোনটিতে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে কোম্পানি তরফ থেকে। এই স্মার্টফোনে ৪০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে ।