করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে গোটা বিশ্ব তথা ভারতে অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। দেশের মানুষ এখন খুব একটা বেশি খরচ করতে চায়না। সবাই ভবিষ্যতের জন্য কিছু টাকা হলেও সঞ্চয় করতে চায়। তাই এখন ভারতীয় গ্রাহকরা বাজেট মূল্যের গাড়ি কিনতে চাই। তবে সেক্ষেত্রে একসাথে অনেক টাকা খরচ করতে চাইছে না কেউ। তাই আমরা আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো কোন উপায়ে মাত্র ২৭৩ টাকা খরচ করে Renault Triber এর মত বাজেট লেভেল গাড়ি কিনে নিতে পারবেন।
Renault Triber এর বেস ভেরিয়েন্ট গাড়ির এক্স শোরুম দাম মাত্র ৫.১২ লাখ টাকা। কিন্তু এই গাড়ি বাড়ি নিয়ে গেছে আপনাকে এখন কিছু খরচ করতে হবে ২৭৩ টাকা। দিল্লি শহরে এই গাড়ির অন রোড মূল্য হয়ে দাড়ায় ৫.৮০ লাখ টাকা। RTO বাবদ খরচ করতে হয় ৩০৪৪৩ টাকা ও ইন্সুরেন্স বাবদ খরচ করতে হয় ২৮১৪৪ টাকা। এছাড়াও আরো ১০০৪০ টাকা অতিরিক্ত খরচ হয়। কিন্তু একটা সহজ হিসেব বুঝে নিলেই মাত্র ২৭৩ টাকার দৈনিক খরচে এই গাড়ি আপনি কিনে নিতে পারবেন।
যদি আপনি Reanult Triber কেনার সময় ৫০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দেন তাহলে বাকি গাড়ির জন্য লোন নিতে হবে ৫.৩০ লাখ টাকা। এই লোন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) থেকে নিলে ৭.৭৫% ইন্টারেস্ট দিতে হবে। সেই অনুযায়ী ৭ বছরের জন্য EMI নিলে প্রতি মাসে ৮২০৪ টাকা করে EMI দিতে হবে। সেই অনুযায়ী হিসাব করে দেখলে প্রতিদিন গাড়ির জন্য খরচ হবে মাত্র ২৭৩ টাকা।
Renault Triber স্পেসিফিকেশন:
Renault Triber কোম্পানির একটি বাজেট লেভেল গাড়ি যাতে ৯৯৯ সিসির ৩ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন আছে যা ৬২৫০ rpm এ ৭২ PS পাওয়ার ও ৩৫০০ rpm এ ৯৬ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িতে ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। এই গাড়িতে ৪০ লিটারের ফুয়েল টাঙ্ক আছে। আপনি যদি এই মুহূর্তে একটি বাজেট মূল্যে গাড়ি কিনতে চাইছেন অথচ একসাথে অনেক টাকা খরচ করতে চাইছেন না তাহলে অবশ্যই আমাদের প্রতিবেদন অনুযায়ী মাত্র ২৭৩ টাকার দৈনিক খরচে Reanult Tribe কিনে নিতে পারবেন।