স্মার্টফোন নির্মাতা কোম্পানি Infinix ভারতে তাদের নতুন স্মার্টফোন Infinix HD smart 2021 লঞ্চ করতে চলেছে। এই ফোনটিতে ১৬ ডিসেম্বর লঞ্চ করবে কোম্পানি। লঞ্চ করা হবে দুপুর ১২ টার সময়। সম্প্রতি ফোনটির দাম এবং ফিচার সম্পরকে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। ফ্লিপকার্ট লিস্টিং থেকে জানা গিয়েছে যে ফোনটির দাম রাখা হবে ৫,৯৯৯ টাকা। এই স্মার্টফোনকে নীল, সবুজ এবং কালো রঙের সাথে লঞ্চ করবে কোম্পানি।
স্পেসিফিকেশন
Infinix Smart HD 2021 এ ৭২০x১৫৬০ পিক্সেলের রেজোলিউশনের ৬.১ ইঞ্চির IPS HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে । ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সাথে লঞ্চ করা হবে এই ফোনটিকে, এমনটা জানা গিয়েছে লিক রিপোর্ট হতে। তবে ফোনটিতে কি ধরণের প্রসেসর দেওয়া হবে তা সম্পর্কে কোনও তথ্যই জানা যায়নি এখনও।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। জানা গিয়েছে যে এই স্মার্টফোনে একটি ৮ mp এর সিঙ্গেল ক্যামেরা এবং ৮ mp এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার প্রদানের জন্য ফোনটিতে দেওয়া হতে চলেছে ৫,০০০ mAh এর ব্যাটারি এবং সাথে দেওয়া হতে চলেছে ৫w এর ফাস্ট চার্জিং
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। জানা গিয়েছে যে এই স্মার্টফোনে একটি ৮ mp এর সিঙ্গেল ক্যামেরা এবং ৮ mp এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার প্রদানের জন্য ফোনটিতে দেওয়া হতে চলেছে ৫,০০০ mAh এর ব্যাটারি এবং সাথে দেওয়া হতে চলেছে ৫w এর ফাস্ট চার্জিং