একটা সময় ছিল যখন ট্রেনের টিকিট বুক করতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হত। এছাড়া আরেকটি বিকল্প ছিল এজেন্টের মাধমে অতিরিক্ত টাকা দিয়ে এজেন্টের মাধ্যমে টিকিট করিয়ে নেওয়া। কিন্তু এখন এই পদ্ধতি পুরানো হয়ে গিয়েছে। এখন রেলের টিকিট বুক করা হয়ে গিয়েছে খুব সহজ। এখন ঘরে বসেই কিছু মিনিটের মধ্যে করা সম্ভব টিকিট বুকিং। এর আগে এই কাজের জন্য ব্যবহার করা হত ল্যাপটপ অথবা ডেস্কটপকে। কিন্তু সেই স্থান এখন নিয়ে নিয়েছে স্মার্টফোন। চলুন জানা যাক কি করে করবেন টিকিট বুকিং ঘরে বসেই,
এভাবে করুন ট্রেনের টিকিট বুকিং ঘরে বসেই
১। নিজের স্মার্টফোনে ট্রেনের টিকিট বুক করতে সবচেয়ে আগে গুগল প্লে স্টোরে যান এবং সেখানে IRCTC Rail Connect অ্যাপ ডাউনলোড করুন।
২। অ্যাপটি ইনস্টল হলে, এটতে লগ ইন করুন। লগ ইন করার জন্য লগ ইন আইডি থাকা জরুরী। কিন্তু তা না থাকলে রেজিস্টার করুন এবং নিজের নতুন আইডি বানিয়ে ফেলুন।
৩। রেজিস্টারের বিকল্পটিতে ক্লিক করে কিছু সহজ শূন্যস্থান পূর্ন করলেই রেজিস্টার হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট।
৪। এর পর Plan My Journey বিকল্প তে ক্লিক করুন। এইবার এখানে আপনি কোথায় যেতে যান সেটি লিখতে হবে।
৫। এর পরে সিলেক্ট করুন যাত্রার তারিখ এবং তারপর সার্চে ক্লিক করুন।
৬। সার্চে ক্লিক করতেই সামনে চলে আসবে ট্রেনের লিস্ট। সেখানে আপনি নিজের সুবিধা অনুযায়ী ট্রেন বেঁছে নিতে পারবেন। সাথে এখানে কোচ এবং সিট ও সিলেক্ট করতে পারবেন।
৭। এর পর পেমেন্ট বিকল্প তে ক্লিক করে নিজের টিকিট বুক করে নিন।