গান শোনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু গান শোনার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো একটা ভালো হেডফোন। Headphone ছাড়া বর্তমানে এই দুনিয়া অচল। প্রায় প্রত্যেকের কাছে অন্তত একটি হেডফোন রয়েছে। কিন্তু সবার বাজেট তো আর সমান হয় না। অনেকে দামি হেডফোন ব্যবহার করেন আবার অনেকে খুব সস্তা দামের হেডফোন ব্যবহার করতে পছন্দ করেন। তবে সবথেকে বেশি বিক্রি হয় একটু সস্তা দামের হেডফোন। তবে শুধুমাত্র দাম সস্তা, এই ধরনের হেডফোন কিন্তু আপনাকে ভালো পারফরম্যান্স দিতে পারে। মধ্যবিত্তের বাজেটের কথা চিন্তা করে চলুন দেখে নেওয়া যাক মাত্র ২০০ টাকার মধ্যে কোন কোন হেডফোন আপনি ব্যবহার করতে পারেন। দেখে ফেলুন তালিকা চট করে।
১) Zebronics ZEB-BRO Wired Headset-
ফ্লিপকার্ট ওয়েবসাইটে এই হেডফোন আপনারা মাত্র ১৮৯ টাকায় পেয়ে যাবেন। এখানে আপনাদের জন্য ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং মাইক পাবেন। এটি ইন ইয়ার স্টাইলের ইয়ারফোন এবং এখানে আপনারা রাবার ইন ইয়ার টিপ পাচ্ছেন। ১৮৯ টাকায় এই হেডফোন আপনি কিনতে পারেন। এছাড়াও যদি আপনার কাছে HDFC, এবং Axis ব্যাংক এর কার্ড থাকে তাহলে অতিরিক্ত ব্যাংক অফার পাচ্ছেন। সঙ্গে Zebronics ব্র্যান্ডের তরফে ৬ মাসের ওয়ারেন্টি তো থাকছেই।
২) Ubon UB-785 Champ Earphone Wired Headset –
এই হেডফোনের দাম মাত্র ১৪৯ টাকা। Flipkart ওয়েবসাইটে এই হেডফোন আপনি পাবেন।সাদা এবং কালো রঙের অপশনে আপনি এই হেডফোন পাচ্ছেন। আপনি এই হেডফোন ব্যবহার করে কারো সাথে ফোনে কথাও বলতে পারবেন। এছাড়াও ব্যাংকের ডিসকাউন্ট থাকছে।
৩) Zebronics ZEB-EMZ10 Wired Headset –
এই হেডফোনের দাম মাত্র ১৫০ টাকা। এছাড়াও বিভিন্ন ব্যাংক অফার আছে। ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকের সাথে এখানে মাইক আছে।