Asus ZenFone 6 বা Asus 6Z খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ১১ বেটা প্রোগ্রাম পেতে চলেছে। কোম্পানির কমিউনিটি ফোরামে এর ঘোষণা করা হয়েছে। Asus ZenFone 6 ব্যবহারকারীরা তাদের নাম নথিভুক্ত করলে এই বেটা প্রোগ্রাম পেতে পারেন। বেটা প্রোগ্রামটি পেতে ব্যবহারকারীর ফোনে অ্যান্ড্রয়েড ১০ এর 17.1810.2008.171 বিল্ড ভার্সন থাকতেই হবে।। Asus ZenFone 6 ব্যবহারকারীরা আগামী ৪ ই সেপ্টেম্বর অব্দি অ্যান্ড্রয়েড ১১ বেটা প্রোগ্রামের জন্য নথিভূক্ত করতে পারবেন।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Asus ZenFone 6 এর নতুন অ্যান্ড্রয়েড ১১ বেটা প্রোগ্রামটি সম্পূর্ণভাবে কার্যকর এবং ব্যবহারকারীকে কোনরকম বাগ ছাড়া স্মার্টফোনটি চালাতে সুন্দর অভিজ্ঞতা দেবে। পরবর্তী সময়ে কোম্পানির কমিউনিটি ফোরামে অ্যান্ড্রয়েড ১১ বেটা প্রোগ্রাম ব্যবহারকারীর ফিডব্যাক অনুযায়ী তারা নতুন অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম লঞ্চ করবে। প্রসঙ্গত, ৪ ই সেপ্টেম্বর অব্দি নথিভুক্ত করার পর ৯ ই সেপ্টেম্বর কোম্পানি জানাবে কারা কারা অ্যান্ড্রয়েড ১১ বেটা প্রোগ্রামটি পেতে পারেন।
আসুন এবার জেনে নেওয়া যাক আপনার Asus ZenFone 6 এ আপনি কি করে অ্যান্ড্রয়েড ১১ বেটা প্রোগ্রামের জন্য নথিভূক্ত করবেন:
আপনার Asus ZenFone 6 এ যদি অ্যান্ড্রয়েড ১০ এর 17.1810.2008.171 বিল্ড ভার্সন থাকে তাহলে আপনাকে প্রথমে ফোনের সেটিংস এ যেতে হবে। তারপর সিস্টেম অপশনে ক্লিক করে সিস্টেম আপডেট খুলতে হবে। তারপর উপরের ডানদিকের আইকনটি চাপলে আপনাকে “Enroll in the Beta Test Program” অপশন দেওয়া হবে। অপশনটিতে ক্লিক করলে আসুস প্রাইভেসি পলিসি আসবে যাতে আপনাকে এগ্রি করতে হবে। তারপর আসুস মেম্বার অ্যাকাউন্ট দিয়ে লগইন করে একটি ফর্ম ফিলাপ করতে হবে এবং সেটিকে সাবমিট করলেই আপনি সফলভাবে অ্যান্ড্রয়েড ১১ বেটা প্রোগ্রামের জন্য নথিভূক্ত করবেন।
Asus ZenFone 6 আগামী বছরের জুন মাসে ভারতের বাজারে লঞ্চ করেছিল। স্মার্টফোনটি লঞ্চের সময় অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলতো। লঞ্চের সময় কোম্পানি দাবি করেছিল তারা তাদের স্মার্টফোনে দুটি অপারেটিং সিস্টেম আপডেট দেবে। কথামতো আগামী বছরের নভেম্বর মাসে অ্যান্ড্রয়েড ১০ আপডেটটি আসে। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ১১ বেটা প্রোগ্রাম সফল হলে Asus ZenFone 6 স্মার্টফোনটি স্ট্যাবেল অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম পেয়ে যাবে।