Amazon Fab Phones Fest সেল এর কথা অ্যামাজন ঘোষণা করে দিয়েছে। এই সেল শুরু হতে চলেছে ২২ এ ডিসেম্বর থেকে। এই চারদিনের সেল চলবে ২৫ এ ডিসেম্বর পর্যন্ত। ই কমার্স সাইট Amazon এ স্মার্টফোন সেলে গ্রাহক পাবেন ৪০% পর্যন্ত ফোনের ওপর ছাড়। এই ডিসকাউন্টে গ্রাহক পাবেন Apple থেকে শুরু করে Xiaomi এর মতো বড় কোম্পানিগুলির ওপর ছাড়। সাথে রয়েছে No Cost EMI এর বিকল্পও। এছাড়া গ্রাহক যদি HDFC Bank এর কার্ড ব্যবহারে ১,৫০০ টাকা ছাড় দেওয়া হবে।
এই সমস্ত ফোনের ওপর পাবেন ছাড়
Amazon এর Fab Phones Fest sale এর জন্য বানানো হয়েছে একটি মাইক্রোসাইট। যেখানে দেখা গিয়েছে সেল এ থাকা প্রোডাক্টগুলিকে। এই সেলে গ্রাহক ছাড় পাবেন Samsung Galaxy M51, Samsung Galaxy M21, Samsung Galaxy M31, Redmi 9 Prime এবং Redmi Note 9 Pro Max এর ওপর। অ্যামাজনে এই ফোনগুলির সেল শুরু হবে ২২ ডিসেম্বর থেকে। চলবে ২৫ এ ডিসেম্বর পর্যন্ত।
২৫ এ ডিসেম্বর পর্যন্ত চলবে সেল
এই সেলে Redmi Note 9 Pro এর ৪জিবি র্যাম এবং ৬৪ জিবি এর বিকল্পটিকে বিক্রি করা হচ্ছে ১২,৯৯৯ টাকায়। ফোনটিকে লঞ্চ করা হয়েছিল ১৩,৯৯৯ টাকায়। এই সেলে Jabra প্রোডাক্টের ওপর দেওয়া হবে ৭০% পর্যন্ত ছাড়।