সিংঘু সীমান্তের পরে এবারে টিক্রি সীমান্তে ওয়াইফাই হটস্পট লাগানো শুরু করলো আম আদমি পার্টি। হটস্পট লাগানো হচ্ছে মূলত আন্দোলনকারী চাষীদের জন্য। শুক্রবার পার্টির নেতা রাঘব চাড্ডা এই ঘোষণা করেছেন। আম আদমি পার্টি জানিয়েছে, ওয়াইফাই হটস্পট ব্যবহার করে কৃষকরা তাদের পরিবারের সাথে কানেক্টেড থাকতে পারবেন।
আম আদমি পার্টি নতুন কৃষি আইন এর বিরোধিতায় আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সীমান্তে কৃষকদের সঙ্গে দুবার দেখা করতে গিয়েছেন। তিনি তাদেরকে নিজের সাপোর্টের কথা ঘোষণা করে দিয়েছেন। আর এবারে সিঙ্ঘু সীমান্তের পর টিক্রী সীমান্তে চালু করে দেওয়া হল বিনামূল্যে ওয়াইফাই হটস্পট।
চাড্ডা নিজেই জানিয়েছেন, প্রয়োজন পড়লে আরো বেশি ওয়াইফাই হটস্পট এই সীমান্তে তৈরি করে দেওয়া হবে। এর মাধ্যমে তিনটি কৃষি আইন এর বিরোধিতায় আন্দোলনে থাকা কৃষকদের অনেকটা সুবিধা হতে চলেছে।