টেক কোম্পানি Oppo এর মিড রেঞ্জ স্মার্টফোন Oppo F17 এর দাম কমে গিয়েছে। কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করেছিল এই বছরের মার্চ মাসে। তবে এখন গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন আগের থেকে কম দামে। যদি আপনিও মিড রেঞ্জ ফোন কিনবেন বলে ভেবে থাকেন তবে এটি আপনার জন্য একটি সুযোগ হতে পারে। চলুন জানা যাক Oppo এর এই ফোনের দাম সম্পর্কে বিস্তারিত ভাবে,
দাম
Oppo F17 এর দাম ছিল 18,990 টাকা। সেখানেই এখন গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন 5০০ টাকা কম দাম। Oppo F17 এর বর্তমান দাম হয়ে গিয়েছে ১৮,৪৯০ টাকা।
Oppo F17 এর স্পেসিফিকেশন
এই সিরিজের স্মার্টফোনের বেসিক ভার্শন Oppo F17 স্মার্টফোনে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড ১০ এবং কালার ওএস ৭.২ সাপোর্ট। থাকছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং ওয়াটার ড্রপ নচ। অন্যদিকে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্নাপড্রাগণ ৬৬২ প্রসেসর এবং ৮ জিবি RAM।
এই ফোনে চারটি রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রধান ক্যামেরা টি ১৬ মেগা পিক্সেলের। বাকি তিনটি ক্যামেরা ৮+২+২ মেগা পিক্সেলের। এই স্মার্টফোনেও আপনারা পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেল, মনোক্রোম এবং ডেপথ সেন্সর। এছাড়াও সেলফির জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
স্টোরেজ অপশন হিসেবে রয়েছে ৬৪ এবং ১২৮ জিবি স্টোরেজ এর বিকল্প। দুটি ক্ষেত্রেই আপনারা মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়াতে পারবেন। অন্যদিকে কানেক্টিভিটি অপশনের জন্য রয়েছে ওয়াইফাই, 4G VoLTE, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। এই স্মার্টফোনেও আপনারা পাচ্ছেন ৪,০০০ mAh ব্যাটারি এবং ৩০ ওয়াট ভুক ফাস্ট চার্জিং সাপোর্ট।